পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এবছর দ্বিগুণ বাড়ল দুর্গাপুজোর সংখ্যা

0
781

বঙ্গদেশ ডেস্ক:বিগত দুবছর করোনা মহামারির জন্য অনেকটা ধাক্কা খেয়েছিল শারদোৎসব। এবছর করোনাভাইরাসের ভ্রুকূটি কাটিয়ে ব্যাপক উৎসবে মেতে উঠেছে বাঙ্গালী।বাঙ্গালীর দুর্গাপূজা তো এক মহোৎসব। এবছর সেখানে ইউনেস্কো এই ঐতিহ্যবাহী দুর্গোৎসবকে বিশ্বের ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে। তাই এই উৎসবের তেজ, আনন্দ বেড়ে গেছে দ্বিগুণ। সমগ্র পশ্চিমবঙ্গে উৎসাহ নিয়ে দেবী বন্দনা করা হয়েছে। চলছে বিভিন্ন পূজা কমিটির মধ্যে মণ্ডপ আর দুর্গাপ্রতিমা নির্মাণে অভিনবত্ব নিয়ে প্রতিযোগিতা। প্রতিমার নির্মাণশৈলী নিয়ে প্রতিযোগিতা। ভাবনার লড়াই।

এবছর পশ্চিমবঙ্গে এবার ৪৩ হাজার পূজা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ বছরে রাজ্যে দুর্গাপূজার সংখ্যা ৯১ শতাংশ বেড়েছে। রাজ্য সরকারের হিসাব অনুযায়ী ২০১১ সালে এ রাজ্যে পূজার সংখ্যা ছিল ২০ হাজার ৯৭০। ২০২১ সালে সেই সংখ্যা দাঁড়িয়েছিল ৪০ হাজার ১২৪। আর এ বছর সেই সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার।

পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশের দুর্গাপুজোর চিত্রটাও একই রকম। সেখানেও এবছর করোনার ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে দুর্গাপুজো। এবছর সে দেশে দুর্গাপুজোর সংখ্যাও অনেকটাই বেড়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এমনটাই জানিয়েছেন সে দেশের পুজো উদযাপন কমিটি। বাংলাদেশে এবছর দুর্গাপুজোর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বেড়েছে দুর্গাপুজোর সংখ্যা।

ওপারের পুজো উদযাপন পরিষদ জানিয়েছে, এ বছর ঢাকা-সহ সমগ্র দেশে পুজো মণ্ডপের সংখ্যা অনেকটাই বেড়েছে। ঘরোয়া পুজো ছাড়াও এ বছর বাংলাদেশে ৩২ হাজার ১৬৮টি পূজা মণ্ডপে দুর্গাপুজো হচ্ছে। ঢাকা মহানগরীতে এ বছর ২৪১টি পুজো মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। গতবার ছিল ২৩৫। কোনও কোনও মণ্ডপ-মন্দিরে দেবী দুর্গার এবারের আগমন ও গমনের প্রতীকী ঘটনাসহ পৌরাণিক বিভিন্ন কাহিনী ফুটিয়ে তোলার হয়েছিল। বিগত কয়েক বছরে বাংলাদেশে দুর্গামণ্ডপে ধারাবাহিক ভাবে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। কিন্তু এ বছর নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো করা হয়েছিল।