দক্ষিণপন্থীদের টুম্পা ৩.০ গানের তালে মাতলো নেট দুনিয়া, ব্যপক প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের

0
1444

বঙ্গদেশ ডেস্ক: তৃণমূলের খেলা হবে গানের তালে রাজ্যের নির্বাচনের মাঠে নির্বাচনের উত্তাপ ছড়ানো শুরু হয়েছিল। এই উত্তাপ আরও বৃদ্ধি করেছিল সিপিএম এর টুম্পা গানের প্যারোডি। তারই ধারাবাহিকতায় এই গানের লড়াইয়ের মাঠে নেমেছিল বিজেপি। সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল বিজেপির পিসি যাও গান। ব্যপক ভাইরাল হয় এই গানটি। তবে এই গানের লড়াইয়ে আমাদের জনতাও কম যান না। সিপিএম কে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের কয়েকজন দক্ষিণপন্থী নিয়ে এলো “টুম্পা ৩.০”। গানটি ইতিমধ্যেই নেটিজেনদের ব্যপক প্রশংসা কুড়িয়েছে। 

গত ২২ শে ফেব্রুয়ারী তারিখে ” আমাগো একখান দ্যাশ আসিলো” ও “বাম পতনের শব্দ হয়” ফেসবুক পেজ দুটির উদ্যোগে নির্মিত “টুম্পা ৩.০” গানটি প্রকাশিত হয়। মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই গানটি। আর হবে নাই বা কেন! গানটির বুদ্ধিদীপ্ত কথাই গানটিকে জনপ্রিয় করে তোলে। বামেদের সেক্যুলার ভেক ধরা থেকে শুরু করে, তোষণ, নকশালপন্থী, আব্বাস সিদ্দিকীর মতো ইসলামি উগ্রবাদীর সাথে হাত মেলানো মতো বিষয়গুলোকে গানটিতে তুলে ধরা হয়েছে। https://www.facebook.com/UprootedIndic/

https://www.facebook.com/bampotonersobdohoy/

গানটির কিছু চুম্বক অংশ হলো, “রেজ্জাক হজ্বে গেল, সাতবার মন্ত্রী হলো,তারাপীঠে গিয়ে সুভাষ খিস্তি খেলো, সিঙ্গুর নেতাই হল, তারপর সকাল হলো,ঘুম থেকে উঠে দেখি, ভোটার পালায় জানলা দিয়ে।” এছাড়াও ” বামকং জোটে এলো, মনটা ভেঙে গেলো, সূয্যির দুশো কোথায়? টেনেটুনে তিরিশ হল! নকশাল হয়ে যাবো তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করেই পিকচারে পীরজাদা এলো ” এর মতো বুদ্ধিদীপ্ত কথা দিয়ে গানটি মানুষের মন জয় করে নেয়।

গানটির কথা লিখেছে পঞ্চানন নস্কর ও সুতীর্থা মুখার্জী। এডিটিং এর কাজ করেছে অর্ণব কুমার দাস। গানটি গেয়েছে অরূপ কান্তি পাল। এরা সকলেই দক্ষিণপন্থী হিসেবে পরিচিত। নেটিজেনদের মধ্যে ইতিমধ্যেই দক্ষিণপন্থীদের এই গানটিকে নিয়ে উচ্ছাস লক্ষ করা গিয়েছে। গানটি ফেসবুক, হোয়াটসঅ্যাপ সর্বত্র ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই৷ নেটিজেনদের অনেকেই গানটি নিয়ে মন্তব্য করেছেন যে, ” দক্ষিণপন্থীরা বামেদের মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়েছে গানটির মাধ্যমে। বামপন্থীদের বামপন্থার খোলস দিয়ে ঢেকে রাখা ভন্ডামিকে তারা মানুষের সম্মুখে নিয়ে এসেছে।”