পাকিস্তানে হিন্দু মন্দির ধ্বংসে ভারতের তীব্র প্রতিক্রিয়ায় চাপে ইমরান খান সরকার

0
648

বঙ্গদেশ ডেস্ক: পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙচুর ও ধ্বংসের ঘটনায় সরব হয়েছে ভারত। সরকারি ভাবে এই ঘটনার নিন্দা করে প্রতিবাদ জানিয়েছে ভারত। শুক্রবার কূটনৈতিক স্তরে এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বার্তা পাঠানো হয়েছে ইসলামাবাদের কাছে, এমনটাই সূত্রের খবর। গত বুধবার প্রতিবেশী শত্রু দেশের খাইবার পাখতুনখোয়া এলাকার একটি হিন্দু মন্দিরে হামলা চালিয়ে সেটি ভেঙে ফেলেছে মৌলবাদী ইসলামিক দলের কিছু সমর্থক। এই ঘটনার ভিডিও এবং ছবি ইন্টারনেটে ভাইরাল হতেই তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পাকিস্তানের হিন্দু অধ্যুষিত এলাকাগুলিতে।

আন্তর্জাতিক মহল থেকে চাপ আসতেই নড়েচড়ে বসেছে পাক প্রশাসন। তড়িঘড়ি পুলিশ ৩১ জনকে গ্রেপ্তার করেছে। দেশের বিভিন্ন প্রান্তে মন্দির ভাঙার প্রতিবাদ করে মিছিল বের করেছে পাকিস্তানের সংখ্যালঘু হিন্দু নাগরিকরা। সংখ্যালঘু ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে এই অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

খবর পাওয়া গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্ত মৌলবাদী জামিয়াত উলেমা-ই-ইসলাম পার্টি। প্রশ্ন উঠেছে কেন আচমকা হামলা চালানো হল ওই মন্দিরে? খোঁজ নিতে গিয়ে দেখা গিয়েছে, কয়েক দিন আগে স্থানীয় প্রশাসন ওই মন্দিরটি সংস্কারের আবেদনে সম্মতি দিয়েছেন। এরপরে গত বুধবার ওই মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীর দল। প্রাথমিক ভাবে চোখের সামনে সমস্ত বিষয় দেখেও এলাকার স্থানীয় হিন্দুরা পূর্ব অভিজ্ঞতা থেকে ভয়ে কুঁকড়ে থেকে কোন‌ও কথা বলতে পারেননি বটে। কিন্তু পরে ভিডিও ভাইরাল হতেই এবং তার আন্তর্জাতিক ক্ষেত্র এবং ভারতের পক্ষ থেকে প্রতিবাদ আসতেই তারা প্রতিবাদে মুখর হয়ে ওঠে। চাপে পড়ে যায় পাক প্রশাসন। দেশের ধর্ম বিষয়ক মন্ত্রী নুরুল হর কাদরি টুইট করে জানান, এমন ঘটনার মূল উদ্দেশ্য দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত।

গত মাসে করাচিতেও হিন্দু মন্দির ভাঙার খবর সংবাদমাধ্যমের নজরে এসেছিল। তবে সেক্ষেত্রে প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল। কোনও পদক্ষেপ গৃহীত হয়নি। কিন্তু এবারের ঘটনায় বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ ভেসে আসতেই রীতিমতো অস্বস্তিতে পড়তে হয়েছে ইমরান খানের সরকারকে। ফলে রাতারাতি অভিযুক্তদের গ্রেপ্তার করতে বাধ্য হয় পুলিশ। এর মধ্যেই ভারতের প্রতিবাদ পাক প্রশাসনের উপরে আরেক ধাপ বাড়তি চাপ তৈরি করেছে। হিন্দু স্বার্থে ভারত সদা জাগ্রত এই বার্তা ইমরান খান নিয়াজী সরকারের কাছে পৌঁছাতেই প্রশাসন নড়েচড়ে বসেছে।