তরুণীকে লাভ জিহাদের জালে জড়িয়ে অপহরণের চেষ্টা,ভেস্তে দিল বজরং দল

0
650

বঙ্গদেশ ডেস্ক:- ফের একবার লাভ জিহাদের পরিকল্পনা ভেস্তে দিল বজরং দল। অপ‌ইন্ডিয়া রিপোর্ট করেছে, গঞ্জাম জেলা থেকে হিন্দু কিশোরীকে অপহরণের চেষ্টা করার অভিযোগে সাবির আলী নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। রিপোর্ট অনুসারে, ৩১ অক্টোবর ওড়িশা বেঙ্গল সীমান্তের কাছে একটি ট্রেনে বজরং দলের কর্মীরা আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় ছেলেটিকে ধরে ফেলেন।

সূত্র মারফত জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা সাবির আলী নামে ওই ব্যক্তি দক্ষিণ ওড়িশার গঞ্জাম জেলার এক হিন্দু তরুণীকে মিথ্যা প্রেমের জালে আকৃষ্ট করেছিল এবং তাকে দুবাই পাঠানোর পরিকল্পনার ছক কষেছিল বলে অভিযোগ। আরপিএফ কর্মকর্তারা এবং বজরং দলের নেতাকর্মীরা সঠিক সময়ে হস্তক্ষেপ করায় জাজপুর রোড রেলস্টেশনে সাবির আলী এবং ওই হিন্দু তরুণীকে রোখা সম্ভব হয়েছিল। তরুণীর পরিবারের অভিযোগ, সাবির আলী তরুণীকে মিথ্যা কথার জালে ফাঁসিয়ে প্রলুব্ধ করেছিল।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়েছে, সাবীর গঞ্জাম এলাকার একটি কারখানায় কাজ করত। এবং কোভিড -১৯ এর কারণে তাকে দুবাই থেকে বাড়ি ফিরে আসতে হচ্ছিল। গত শুক্রবার একটি গাড়িতে তরুণীকে নিয়ে ভুবনেশ্বরে আসছিল সাবির। মেয়েটির মুখ এবং পরিচয় গোপনের উদ্দেশ্যে তাকে বোরখা পরানো হয়েছিল। ভুবনেশ্বর থেকে পুরী-হাওড়াগামী ট্রেনে চড়ে দুজনে। মেয়েটির পরিবার পরে গঞ্জাম পুলিশের কাছে অভিযোগ করে। কিন্তু পুলিশ খোঁজ না পাওয়ায় স্থানীয় বজরং দলের কর্মীদের এবং আরপিএফের সহায়তায় জাজপুর রোড রেলওয়ে স্টেশন থেকে সবিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তরুণীকে উদ্ধার করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ।

মেয়েটির পরিবার অভিযোগ করেছে যে সাবির মেয়েটিকে কলকাতা থেকে দুবাই নিয়ে যাওয়ার ছক কষে ছিল। পুলিশ সাবীরের পাসপোর্ট ও দুবাইয়ের ভিসা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। খোঁজ নিয়ে দেখা গিয়েছে , সাবীর ইতিমধ্যে বিবাহিত এবং অতীতেও অল্প বয়সী হিন্দু মেয়েদের ফাঁদে ফেলার কাজে সে জড়িত ছিল।