কাশ্মীরে অস্ত্রসহ পাক অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল সতর্ক ভারতীয় সেনাবাহিনী

0
496

বঙ্গদেশ ডেস্ক:গত শুক্রবার অর্থাৎ ৯ই অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী পরিচালিত জঙ্গীরা, যুদ্ধ চালানোর পক্ষে যথেষ্ট এরকম ভউয়ানক কিছু অস্ত্রের সম্ভার উত্তর কাশ্মীরের কেরান সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে পাচার করার চেষ্টা করেছিল, ভারতীয় সেনাবাহিনী এরকমই জানিয়েছে। পাক ISI দ্বারা প্রশিক্ষিত অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের, পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্র সরবরাহের প্রয়াসকে কেরান সেক্টরে এলওসি বরাবর মোতায়েন করা ভারতীয় সেনাবাহিনীর সতর্কতার জন্যেই ব্যর্থ করা সম্ভব হয়েছে।

চিনার কর্পস (এক্সভি কর্পস) দ্বারা টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে ভারত সেনাবাহিনী ব্যাখ্যা করেছিল যে কীভাবে তারা পাকিস্তানের প্রচেষ্টা ব্যর্থ করার জন্য এই অভিযান পরিচালনা করেছিল। স্বরাজ্যের রিপোর্ট থেকেও এই অপারেশানের বিস্তৃত বিবরণ পাওয়া যাচ্ছে।


(এখানে দেখতে পারেন কিভাবে এই অনুপ্রবেশের চেষ্টাটি করা হয় এবং তাকে সনাক্ত করা হয়।)

সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ কিশেন গঙ্গা নদীর তীরে নজরদারির জন্যে রাখা ডিভাইসে বিচ্ছিন্নতাবাদীদের এলওসি বরাবর গতিবিধিকে প্রথম সনাক্ত করা সম্ভব হয়।

সেই রাতেই দশটা নাগাদ আবার ঐ দলটিকে নদীর তীরের কাছে কিছুটা চলাচল করতে দেখা যায়। ধরা পড়ে যে, পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা সমর্থিত দুই থেকে তিনজন সন্ত্রাসী, দড়ির সাথে বেঁধে রাখা একটি বস্তায়করে প্রচুর পরিমাণে অস্ত্র পরিবহনের চেষ্টা করছিল।

জম্মু এবং কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে চারটি একে -৭৪ রাইফেল সহ কমপক্ষে দুটি ব্যাগে ৮ টি ম্যাগাজিন, এবং ২৪০ রাউন্ড একে রাইফেল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

কাশ্মীর উপত্যকায় প্রশিক্ষিত অনুপ্রবেশকারী সন্ত্রাসীদের মাধ্যমে, পাকিস্তানে অস্ত্র সরবরাহের চেষ্টা করা, এই প্রথমবার নয়। তবে আর্মড ফোর্সের কড়া নজরদারিতে একটি বড়সড় জঙ্গী হামলাকে এবারের মত এড়ানো সম্ভব হয়েছে।