একচাকায় প্লেনের সফল অবতরণ, অনন্য দক্ষতার সাথে প্রাণহানি রুখলেন বিমানসেনানী

0
435

বঙ্গদেশ ডেস্ক:- ভারতীয় বিমানবাহিনীর একজন পাইলট উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক গোলযোগের পর মাত্র এক চাকার ওপর ভর করে অসাধারণ দক্ষতায় একটি AN -32 বিমান ভূমিতে অবতরণ করেছেন।

অসাধারণ দক্ষতা এবং বিপদের সময় নার্ভ কীভাবে নিয়ন্ত্রণে রাখতে হয় তার এক দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করেছেন ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ফ্লাইট লেফটেন্যান্ট গুনাদন্য কার্চী। বিমানের বাঁ দিকের চাকায় যান্ত্রিক গোলযোগ নজরে আসার পর তামিলনাড়ুর সুলুর এয়ার ফোর্স বেসে এক চাকার ওপর ভর দিয়েই সফল ভাবে একটি An-52 বিমান ভূমিতে অবতরণ করেছেন তিনি।

স্বরাজ্য ম্যাগের রিপোর্ট থেকে জানা যায়, ঘটনাটি ফেব্রুয়ারী ২০১২-তে ঘটেছিল তবে ১০ ই অক্টোবর অনুপ্রেরণামূলক ভিডিওটি পাবলিকলি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা ওয়েবসাইট লাইভফিস্ট ওয়েবসাইটে।

ভিডিওতে একজন ব্যক্তিকে বলতে দেখা গেছে, বিমানের বাঁ দিকের দরজাটি কেবল আংশিকভাবে খোলা যাচ্ছে এবং চাকাগুলিও ঠিকভাবে অবতরণ করা যাচ্ছে না।

ভিডিওটি মনযোগ সহকারে দেখলেই বোঝা যাবে, ততক্ষণে কেউ বিমানটি ধীর গতিতে চালাতে শুরু করেছে এবং রানওয়েতে ঠিক ডান চাকাতে ছুয়ে যেতে দেখা যাচ্ছে। বিমানবাহিনীর লেফটেন্যান্ট বিকল হয়ে যাওয়া চাকাটির কারণে বাঁ দিক অকেজো থাকা সত্ত্বেও বিমানটিকে সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়।

উপস্থিত বুদ্ধি ও কারিগরী বিদ্যাকে কাজে লাগিয়ে যাত্রীদের প্রাণ বাঁচিয়ে ঠিকঠাক অবতরণের জন্য ফ্লাইট লেফটেন্যান্ট কার্চীকে ২০১২ সালের আগস্ট মাসে শৌর্য চক্র প্রদান করা হয়।