মেয়ে ইতালি নিবাসী পাকিস্তানি মুসলিম, প্রেমিক হিন্দু! হত্যার হুমকি বাবা-মায়ের

0
2101

বঙ্গদেশ ডেস্ক: বৃহস্পতিবার ৮ ই এপ্রিল, এক ভারতীয় বংশোদ্ভুত হিন্দু ছেলের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ একজন পাকিস্তানি বংশোদ্ভুত মুসলিম মেয়েকে গৃহবন্দি করে রাখা হয়। পরে ইতালীয় পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করেছিল বলে এএনএসএ তাদের রিপোর্টে উল্লেখ করেছে। ঘটনাটি ঘটেছে মধ্য ইতালির আরেজ্জো শহরের তাসকানি এলাকায়।

উক্ত প্রতিবেদন অনুসারে মেয়েটি প্রায় এক বছর ধরে ছেলেটির সাথে প্রেমের সম্পর্কে লিপ্ত ছিল। তবে পরে তার বাবা-মা জানতে পারে ছেলেটি হিন্দু। তার মতে এর পরেই তাকে গৃহবন্দী করা হয়েছিল। মেয়ের বাবা-মা তার মোবাইল ফোন জোর করে কেড়ে নেয়। মাঝে মধ্যে কেবল কোনো অভিভাবকের তত্ত্বাবধানেই তাকে ঘরের বাইরে পা রাখার অনুমতি দেওয়া হত।

ছেলেটির সঙ্গে মেলামেশা বন্ধ না করলে তারা তাকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যাওয়ার হুমকিও দিয়েছিল বলে ওপ ইণ্ডিয়া তাদের রিপোর্টে উল্লেখ করেছে। পাকিস্তানি মেয়ে এবং তার হিন্দু বন্ধুকে, তার বাবা-মা নির্দেশ না মানলে হত্যার হুমকিও দিয়েছিল। জানা গেছে যে মেয়েটির কাছে তার কম্পিউটারের ‘অ্যাক্সেস’ ছিল যেটি সে ‘ডিস্টেন্স লার্নিং’ -এর জন্য ব্যবহার করত।

মৃত্যুর হুমকি পেয়ে এবং গৃহবন্দি হয়ে থাকতে না পেরে সে ‘কারাবিনিয়েরি’কে (পুলিশের দায়িত্ব প্রাপ্ত একটি সামরিক বাহিনী) একটি ইমেল পাঠিয়েছিল। খবর পেয়ে পুলিশ মেয়েটির বাড়িতে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। মেয়েটিকে একটি হোমে রাখা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে মেয়েটি জানায় যে সবকিছুই ঠিক চলছিল, তার বাবা-মা ছেলেটির হিন্দু পরিচয় জানার আগে পর্যন্ত। এরপরেই সব বদলে যায়। পুলিশ জানিয়েছে যে তারা বিষয়টির তদন্ত করছে এবং স্বতঃপ্রণোদিত হয়ে মেয়েটির মা-বাবা ও ভাইয়ের বিরুদ্ধে এফআইআর করতে পারে।