আগুন লাগার পরেও – ৩৪

0
602

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮] – [১৯] – [২০] – [২১] – [২২] – [২৩] – [২৪] – [২৫] – [২৬] – [২৭] – [২৮] – [২৯] – [৩০] – [৩১] – [৩২] – [৩৩]

চৌত্রিশ

জয়ন্ত নিজের চেয়ারে বসে হাতের ফাইলটা একবার খুলল আবার বন্ধ করে রেখে একটা সিগারেট ধরাল। প্রথম যখন কোর্ট থেকে কেসটা দিয়েছিল, তখন বিশেষ আগ্রহ দেখায়নি সে। রেপ কেস। আসামীর হয়ে উকিল নেই, তাই কোর্ট থেকে তাকেই উকিল ঠিক করে দিয়েছে। ওকালতি করে চুল না পাকলে যা হয় আর কি। চুল সাদা না হলে মক্কেল আসবে না। ওই মাঝে মাঝে দু একটা পেটি কেস। কিন্তু তা দিয়ে এমন আয় হয় না যার জোরে শিল্পীর বাবার সামনে গিয়ে দাঁড়ানো যায়। অগত্যা ভরসা একটাই, যদি পাবলিক প্রসিকিউটার হওয়া যায়। তাই এসব কেস নিতে হয়। কিছুই হওয়ার নেই, হারবে জেনেও নিতে হয় কোর্ট দিচ্ছে বলে। কিন্তু কেসটা নেওয়ার পরে এখন মনে হচ্ছে এই কেসটা তার কেরিয়ার দাঁড় করিয়ে দিতে পারে।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo