নেই ঘাসফুলের প্রতীক, মেদিনীপুরে পড়ল সমাজসেবী শুভেন্দুর পোস্টার! ইঙ্গিতপূর্ণ মন্তব্য দিলীপের

0
568

বঙ্গদেশ ডেস্ক: বঙ্গ রাজনীতিতে এখন সবচেয়ে বেশী আলোচ্য ব্যক্তি নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী। তৃণমূলের ডার্ক হর্স শুভেন্দু যে বিজেপিতে যোগদান করার সম্ভাবনা দেখতে পাচ্ছেন বাংলার রাজনৈতিক মহলের একাংশ৷ এদিন সেই সম্ভাবনাকেই উষ্কে দিল সারা মেদিনীপুর জুড়ে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর পোস্টার। সেই পোস্টারে নেই তৃণমূলের প্রতীক, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রয়েছেন শুধু সমাজসেবী শুভেন্দু অধিকারী।

এসব শুনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও নিজের প্রতিক্রিয়া দিয়েছেন সংবাদমাধ্যমকে। দিলীপ বলেছেন, ‘ সবার জন্য আমাদের দরজা খোলা। তবে ওনার সিদ্ধান্ত ওনাকেই নিতে হবে৷’ তবে এই ধরণের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার পরেও পোস্টারের সঙ্গে শুভেন্দুর যোগসূত্র নেই বলে দাবি করেছেন তিনি। দিলীপ জানিয়েছেন যে খড়গপুরেও তাঁর কর্মী-সমর্থকেরা তাকে নিয়ে নানা স্লোগান দেন। রাজনীতির আঙিনায় এরকম বহু ঘটনাই ঘটে।

প্রসঙ্গত, সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারীর একাধিক কার্যকলাপের ফলে অস্বস্তিতে পড়েছে শাসকদল। রাজ্য কমিটির অন্যতম সদস্য হলেও তাকে দলীয় বৈঠকে দেখা যায়নি। গরহাজির থেকেছেন সরকারি অনুষ্ঠানেও। বিশেষজ্ঞরা মনে করছেন এ সবই শুভেন্দুর পরিকল্পনা। ধীরে ধীরে দলের সঙ্গে দুরত্ব বাড়াচ্ছেন তিনি। এই পোস্টার সেই পরিকল্পনারই ছোট্ট একটি অংশ।