তারাপীঠ মহাশ্মশানের মাটি গেল অযোধ্যায়

0
915

বঙ্গদেশ ডেস্ক: অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য পশ্চিমবঙ্গও আগেই সামিল হয়েছে৷ হুগলির ত্রিবেণী থেকে গঙ্গার জল গিয়েছে৷ কোচবিহার থেকে পাঠানো হয়েছে মাটি৷ এবার অযোধ্যার জন্য তারাপীঠ মহাশ্মশানের মাটি৷ এছাড়াও পাঠানো হয়েছে দ্বারকা ও জীবিতকুণ্ডের জল৷

মঙ্গলবার সকালে তারাপীঠ মন্দিরে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করেছিল বিশ্ব হিন্দু পরিষদ৷ সেই যজ্ঞের ভস্মও পাঠানো হচ্ছে অযোধ্যায়৷ আগামী সোমবার রাখি পূর্ণিমার দিন বৈদিক মতে শুরু হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজোর কাজ৷ তা চলবে তিনদিন ধরে৷ শেষদিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

তিনিই রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ এছাড়াও কয়েকশো অতিথি সেখানে উপস্থিত হবেন৷ ভক্তদেরও সমাগম হবে৷ অযোধ্যায় যে রামের জন্মভূমি৷ আর সেই জন্মভূমির উপরই যে বাবরি মসজিদ ছিল, তা গত বছর সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়ে গিয়েছে৷

কোর্টের নির্দেশে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার একটি ট্রাস্টও তৈরি করে দেয়৷ সেই ট্রাস্টের তত্বাবধানেই গড়ে উঠবে রাম মন্দির৷