রাষ্ট্রীয় হিন্দু বাহিনীর জনজাগরণ সভা হুগলির জাঙ্গিপাড়ায়, হিন্দু শিশুদের মাঝে ধর্মশাস্ত্র বিতরণ 

0
901

বঙ্গদেশ ডেস্ক: রাষ্ট্রীয় হিন্দু বাহিনী গত ১৬ ফেব্রুয়ারী তারিখে হুগলির জাঙ্গিপাড়ায় এক জনজাগরণ সভা আয়োজন করে। স্থানীয় হিন্দুদের ধার্মিক ও আত্মিক জাগরণের লক্ষ্যে এই সভার আয়োজন করে রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। সরস্বতী পূজার দিনে আয়োজিত এই সভায় স্থানীয় হিন্দু সমাজের সাথে ধার্মিক জাগরণের আলোচনা ছাড়াও শিশুদের মাঝে হিন্দু ধর্মশাস্ত্র বিতরণ করা হয়। সভা উপলক্ষে স্থানীয় হিন্দুদের উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়৷ 

মূলত হিন্দু সম্প্রদায়ের আর্থিক দিয়ে থেকে পিছিয়ে থাকা হিন্দুদের শিশুদেরকে নিয়ে সরস্বতী পূজার আয়োজন করে রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। বাগদেবীর আরাধনার আনন্দ থেকে যাতে এই হিন্দু শিশুরা বঞ্চিত না হয়, তার জন্যে সকল রকম ব্যবস্থা রেখেছিল সংগঠনটি। এই পূজা ও জনজাগরণ সভায় সংগঠনটির বিভিন্ন সদস্য উপস্থিত ছিলেন। তারা পূজা শেষে এই হিন্দু শিশুদের মাঝে শ্রীমদভগবদগীতা, হনুমান চালিশা, স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার বই, স্লেট, পেন্সিল, জ্যামিতি বক্স, খাতা ইত্যাদি ধর্মশাস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করে। 

হিন্দু রাষ্ট্রীয় বাহিনীর সমীর বন্দ্যোপাধ্যায়, তন্ময় অধিকারী ছাড়াও অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে এই জনজাগরণ সভা, সরস্বতী পূজা, ধর্মশাস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ পরিচালনা করা হয়। হিন্দু রাষ্ট্রীয় বাহিনীর রাজ্যের সহ সভাপতি তন্ময় অধিকারী এই পুরো কর্মসূচী শেষে এই প্রতিক্রিয়া বক্তব্যে বলেন, আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গে সকল জেলা ও প্রতিটি বিধানসভায় এই ধরণের জনজাগরণ সভার আয়োজন করবে রাষ্ট্রীয় হিন্দু বাহিনী। হিন্দু সমাজকে একতাবদ্ধ করা এবং হিন্দু সমাজের ধার্মিক চেতনাবোধকে জাগ্রত করার লক্ষ্যেই এই জনজাগরণ সভার মুখ্য উদ্দেশ্য বলে জানান তন্ময় অধিকারী।