CAA-NRC বিরোধিতায় মুসলিম ভোট বাড়লেও আসামে বাঙ্গালী ভোট হারাচ্ছে কংগ্রেস 

0
666

বঙ্গদেশ ডেস্ক: CAA এর বিরুদ্ধে অনড় অবস্থান এবং ক্রমাগত CAA বিরোধীতা ও অনুপ্রবেশকারী বাংলাদেশী মুসলিমদের প্রতি সমর্থন জারি রাখায়, আসামে জনসমর্থন হারাচ্ছে কংগ্রেস। বাঙ্গালী ভোটাররা একরকম দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে পড়ছে যে কংগ্রেসকে ভোট নয়। CAA বাঙ্গালী ও বাংলাদেশ থেকে আগ্রাসনের শিকার বাঙ্গালী শরণার্থীদের নাগরিকত্ব সমস্যার সমাধানের একমাত্র পথ। কিন্তু কংগ্রেস সেসবের তোয়াক্কা না করে ক্রমাগত বিরোধিতা জারি রাখায় ধীরে ধীরে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে কংগ্রেস। 

আসামে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কোমর বেঁধে মাঠে নেমেছে কংগ্রেস। প্রচারের অংশ হিসেবে তারা ‘গামোসা’ (গামছা) সংগ্রহ অভিযান শুরু করেছে। কংগ্রেসের প্রতিটি সভায় কংগ্রেসের নেতারা গামছায় ‘No CAA’ লাল কালিতে লিখে তারা CAA বিরোধী প্রচার শুরু করেছে। এমতাবস্থায় বেজায় চটেছে আসামের বাঙ্গালী ভোটাররা। বাঙ্গালী ভোটাররা অসন্তুষ্ট হলেও অন্যদিকে আসামের মুসলিম ভোটাররা এতে খুশি। 

আসামের মুসলিম ভোটারদের মন জয় করার জন্য ‘সেক্যুলার’ দল বলে পরিচয় দেওয়া কংগ্রেস, আসামের কট্টর মৌলবাদী দল AIDUF এর সাথে জোট গঠন করেছে। ফলে সবকিছু মিলিয়ে আসামে নির্বাচন জয়ের লক্ষ্যে যেতে গিয়ে কংগ্রেসের রীতিমতো লেজেগোবরে অবস্থা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত এই যে, ভারতবর্ষের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে NRC ও CAA অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি সরকার সেই পথে হেঁটে আসামের জনসমর্থন আদায় করে নিয়েছে। উল্টোদিকে ক্রমাগত অবিবেচনাপ্রসূত NRC ও CAA এর বিরোধীতা করার কারণে মুসলিম ভোট হয়তো কংগ্রেস পাবে কিন্তু বাঙ্গালী ভোটারদের ভোট যে মোটেই পাবে না তা একরকম পরিষ্কার।