মিস্টার ইউনিভার্স হলেন বাঙ্গালী তরুণ সঙ্গীত নাথ

0
469

বঙ্গদেশ ডেস্ক:বিশ্ব বডিবিল্ডিং-এ মিষ্টার ইউনিভার্স ইন্ডিয়া সিলভার পুরষ্কার পেয়েছেন রিষড়ার সঙ্গীত নাথ। চলতি বছরে মহারাষ্ট্রের পুনেতে আন্তর্জাতিক বডিবিল্ডিং ফেডারেশনের বিশ্বশ্রী প্রতিযোগিতার আসর বসেছিল। ১৫-১৭ এপ্রিল পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।এই প্রতিযোগিতায় ১৭০ টি দেশের ১৭০০ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল। সেখানে অংশগ্রহণ করে বিশ্বশ্রী ইন্ডিয়ার রৌপ্য পদক জিতে নিয়েছেন বাংলার হুগলী জেলার রিষড়া লক্ষ্মীপল্লীর বাসিন্দা সঙ্গীত নাথ।

সূত্রের খবর, বছর ২৫-এর সঙ্গীত চাকরি ছেড়ে দিয়ে ২০০৮ সাল থেকে শুরু করেন মনোযোগ দিয়ে বডিবিল্ডিং শুরু করেন। সঙ্গে শুরু করেন কঠিন পরিশ্রম। বর্তমানে নিজের শরীরকে পারফেক্ট করে তুলেছে সে। সেই ফলস্বরূপ মহারাষ্ট্রে আয়োজিত বিশ্বশ্রী আসরে পেয়েছেন এই পদক।

যদিও বাংলায় এর আগে মনোতোষ রায়, বিশ্বশ্রী মনোহর আইচ এবং সৌম্য দাস বিশ্বশ্রী হয়েছেন। সৌম্য দাস ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় এই সম্মাননা জেতেন।দেশ বিদেশের প্রতিযোগীদের সঙ্গে লড়ে সঙ্গীত এই পুরষ্কার পেয়েছেন। স্বামীর এই প্রাপ্তিতে ভীষণ খুশি সঙ্গীতের স্ত্রী-ও। তাঁর স্ত্রী অনিষা পাল নাথ স্বামীর শুভকামনা করে বলেছেন, সঙ্গীতের জীবনে আরও সাফল্য আসুক, সে বিদেশে গিয়েও সাফল্য অর্জন করুক ।