বাঙ্গলা ভাষায় পরিষেবা শুরু করল সংবাদসংস্থা ইউএনআই

0
373

বঙ্গদেশ ডেস্ক:UNI Bengali এখন থেকে বাংলা ভাষার পাঠকদের সমৃদ্ধ করতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে। এই প্রথম তারা বাংলা ভাষায় পরিষেবা চালু করেছে। ইতিমধ্যেই এই সংবাদ সংস্থা ইংরেজি, হিন্দি, উর্দু এবং কন্নড় ভাষায় পরিবেশিত হয়। এবার, এই সংস্থা বাংলা ভাষায় পরিষেবা দিতে চলেছে। বিষয়টিকে কেন্দ্র করে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়ার এডিটর ইন চিফ ( Editor In Chief) অজয় কল‌ও ( Ajay Kaul) ভীষণ উৎসাহী।

ভারতের অন্যতম প্রধান সংবাদসংস্থা ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া (ইউএনআই) এই প্রথম বাংলা ভাষায় পরিষেবা চালু করতে চলেছে। বাংলা ভাষার এক পূর্ণাঙ্গ সংবাদসংস্থা হিসাবে পথচলা শুরু করেছে ইউএনআই বাংলা।ইউএনআই-এর এডিটর ইন চিফ্ অজয় কল বলেছেন, “ইউএনআই-এর বাংলা ভাষায় পরিষেবা চালু হওয়ার জন্য আমি খুবই উচ্ছ্বসিত ও খুশি। আমাদের পরিষেবা ইতিমধ্যেই ইংরেজি, হিন্দি, উর্দু এবং কন্নড় ভাষায় রয়েছে৷ বাংলা ভাষায় পরিষেবা একটি নতুন পালকের সংযোজন ঘটাবে।

তিনি আরও বলেছেন, এই মধুর ভাষার সমৃদ্ধতা ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করেই বাংলা ভাষায় সংবাদ পরিষেবাকে নতুন উদ্যোগ হিসেবে বেছে নিয়েছি। এই পরিষেবা বাংলা সংবাদজগত এবং বাঙালি পাঠকদের কাছে খুবই উপকারী হবে। ভবিষ্যতে আমরা আমাদের বহুভাষিক এই পরিষেবাকে আরও ত্বরান্বিত করতে আগ্রহী।

ইউএনআই ভারতের অন্যতম প্রধান বহুভাষিক সংবাদসংস্থা হিসেবে পরিচিত। দীর্ঘ ছয় দশক ধরে একাধিক গণমাধ্যমকে নির্ভুল সংবাদ পরিষেবা দিয়ে চলেছে এই সংবাদসংস্থা। শুরু থেকেই এই সংবাদসংস্থার সঙ্গে বাংলার এক নিবিড় ও আত্মিক সম্পর্ক রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের তত্ত্বাবধানে ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া-র প্রতিষ্ঠা করা হয়।

UNI News
ইউএনআই বাংলার পরিষেবা পাওয়া যাবে https://unibangla.in ওয়েবসাইটে।