৮০ জন মুসলিম প্রার্থী সহ চাকরিতে মুসলিম সংরক্ষণ,মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবী ত্বহার

0
773

বঙ্গদেশ ডেস্ক:-পশ্চিমবঙ্গের ভোটব্যাংক রাজনীতির মাঠে ত্বহা সিদ্দিকী অন্যতম ফ্যাক্টর। তাই প্রথম থেকেই তাকে পক্ষে রাখার চেষ্টা করছিল তৃণমূল। শুধু তৃণমূলই নয়, কংগ্রেসও তাকে দলে টানা চেষ্টা করেছিল। কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ত্বহা সিদ্দিকীর সাথে দেখা করার চেষ্টা‌ও করেছিল। কিন্তু ত্বহা সিদ্দিকী ছিল অধরা। এবার নিজের দাবী খোলাখুলি প্রকাশ করলো ত্বহা সিদ্দিকী।

মঙ্গলবার নবান্নে গিয়ে ত্বহা সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এক স্মারকলিপির মাধ্যমে নিজের সমস্ত দাবী পেশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় ত্বহাকে দলে টানার জন্য দাবী মেনে নেবেন কি না তা দেখতে হলে আরও কিছু সময় রাজ্যবাসীকে অপেক্ষা করতে হবে। তবে ত্বহা সিদ্দিকীর দাবীসমূহ রীতিমতো বিস্ময়কর! একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পক্ষ থেকে প্রায় ৮০ জন মুসলিম প্রার্থী প্রদান, ফুরফুরা শরীফের পীর আবুবক্কর সিদ্দিকীর নামে বিশ্ববিদ্যালয়, সরকারি চাকরিতে মুসলিমদের স্থায়ী সংরক্ষণ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ চালু করা ইত্যাদি দাবী স্মারকলিপির লিপির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রদান করেছে ত্বহা সিদ্দিকী।

একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে লড়াইয়ের দামামা ইতিমধ্যে বেজে উঠেছে। সকল রাজনৈতিক দলই প্রচারকার্য থেকে ভোটের অঙ্ক কষা সবেতেই ব্যস্ত। এমনকি তৃণমূল প্রচারকার্যের জন্য বাড়িতে বাড়িতে শিক্ষকদেরকে‌ও পাঠানো শুরু করেছে। অন্যদিকে রাজ্যের মুসলিম ভোটব্যাংককে কেন্দ্র করে রাজ্যে ওয়াইসির সংগঠন AIMIM এর পাড়ি জমানোর চেষ্টা ও শুভেন্দুকে নিয়ে টানাপোড়েনের মধ্যে ত্বহার এই স্মারকলিপি কার্যত স্বস্তি এনে দিয়েছে তৃণমূল শিবিরে। সৌগত রায়ের শুভেন্দুর সাথে সমস্যা সমাধানের ঘোষণা সেই স্বস্তি সাময়িকভাবে আরও বাড়িয়ে দিলেও, শুভেন্দু অধিকারীর পাল্টা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও তৃণমূলের সাথে কাজ করা অসম্ভব জানিয়ে দেওয়া তৃণমূল শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিযোগ উঠছে, তৃণমূল ধীরে ধীরে শুধুমাত্র মুসলিম ভোটব্যাংকের ওপরেই নির্ভরতার দিকে ধাবিত হচ্ছে।