মেঘালয়ে ভেঙে দেওয়া হল মা কালীর মন্দির

0
668

বঙ্গদেশ ডেস্ক: মা কালীর মন্দির ভেঙে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ গত মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মেঘালয়ে৷  মন্দিরটি ওই রাজ্যের মেরেঙ্গাপাড়া গ্রামে অবস্থিত৷ ওই গ্রামের কাছেই হলদিবাড়ি৷ যেখানে বার্ষিক চরণতলা মেলা আয়োজিত হয়৷

এই ঘটনার খবর সামনে আসতেই স্থানীয় প্রশাসনের তরফে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়৷  দেখা হয়, যাতে ওই ঘটনার জেরে নতুন করে গোলমাল ছড়িয়ে না পড়ে৷ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ এলাকার অবস্থা শান্তিপূর্ণই রয়েছে৷

স্থানীয়দের একটি সূত্র থেকে অবশ্য দাবি করা হয়েছে যে মন্দির ভাঙার ঘটনাটি ১৬ অগস্ট ঘটে৷ কিন্তু পরে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়ে৷ তার পরই এই ঘটনা নিয়ে হইচই শুরু হয়৷ তার পরই জেলা প্রশাসনের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়৷

স্থানীয়দের দাবি, এই ঘটনা কিছু মদ্যপ দুষ্কৃতী ঘটিয়েছে৷ তাই তাঁরা এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করেননি৷ কিন্তু পরে প্রশাসনের তরফে চাপ দেওয়ায় এফআইআর হয়৷ পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন এফআইআর দায়ের করেছে বলে জানা গিয়েছে৷

মেঘালয় পুলিশ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ এলাকার উপর কড়া নজর রাখা হয়েছে৷ একজন অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে তদন্ত চলছে৷ তবে পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি৷ বা এই ঘটনা কেন ঘটল, তাও সামনে আসেনি৷