ধোনির দলে করোনার থাবা, ফের কোয়ারিন্টিনে চেন্নাই সুপার কিংস

0
484

বঙ্গদেশ ডেস্ক: আগামী মাসের মাঝামাঝি দুবাইয়ে শুরু হতে চলেছে হাইপ্রোফাইল ক্রিকেট লিগ আইপিএল৷ ইতিমধ্যেই প্রতিটি দলের খেলোয়াড়রা পৌঁছে গিয়েছেন সেখানে৷ আপাতত তাঁরা কোয়ারিন্টিনে রয়েছেন৷ কিন্তু এই পরিস্থিতিতে করোনা সংক্রান্ত বড় খবর মিলল চেন্নাই সুপার কিংসের শিবির থেকে৷

জানা গিয়েছে যে ধোনির দলের বেশ কয়েকজন সদস্যর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷ যা ওই দলের জন্য একটা বড়সড় ধাক্কা৷ কারণ, শুক্রবার থেকেই আইপিএলের চেন্নাই ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে নেমে পড়ার কথা ছিল৷

একটি সূত্র এমনই খবর পাওয়া গিয়েছে বলে জানিয়ে এই সংবাদ প্রকাশিত করেছে সর্বভারতীয় একটি সংবাদমাধ্যম৷ তবে কে কে আক্রান্ত, তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি৷ ফলে যিনি আক্রান্ত হয়েছেন, তাঁরা ধোনির দলের ক্রিকেটার, নাকি সাপোর্ট স্টাফ তা জানা যায়নি৷ চেন্নাইয়ের আধিকারিকরাও হতে পারেন৷

ধোনির দল অগস্টের ২১ তারিখ দুবাই পৌঁছেছিল৷ ছয় দিন বাধ্যতামূলক কোয়ারিন্টিন থাকার পর তাঁদের শুক্রবার অনুশীলন করার কথা ছিল৷ কিন্তু এই ঘটনা ঘটায়, তাঁদের আরও এক সপ্তাহ কোয়ারিন্টিনে থাকতে হবে৷

এর পর শুক্রবার চেন্নাইয়ের সমস্ত সদস্যই চতুর্থবারের জন্য করোনা পরীক্ষা করিয়েছেন বলে জানা গিয়েছে৷ বিসিসিআই ও ইউএই-র তরফে অনুশীলন শুরুর আগে আইপিএলে অংশগ্রহণকারী দলের সমস্ত সদস্যদের তিনবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে৷ কিন্তু চেন্নাই তার পরও আরও একবার করোনা পরীক্ষা করালো৷ সেই রিপোর্ট শনিবার পাওয়া যাবে বলে জানা গিয়েছে৷