টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থানে পুলিশের বাধা,বৃহত্তর আন্দোলনের ডাক

0
494

বঙ্গদেশ ডেস্ক:- গত মঙ্গলবার সল্ট লেকের স্কুল সার্ভিস কমিশনের কার্যালয় আচার্য ভবনের সামনে আপার প্রাইমারির ১৪৩৩৯ টি পদে নিয়োগের দাবীতে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচী ঘোষণা করে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। দাবীতে অনড় থেকে তারা অবস্থান কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা করে।

গত শুক্রবার আপার প্রাইমারির ১৪৩৩৯ পদে নিয়োগের দাবীতে পথে নেমে টেট উর্ত্তীর্ণরা বিকাশভবন অভিযানের ডাক দেয়। কিন্তু পথেই মিছিল আটকে দেওয়ায় তারা মঙ্গলবার সকাল থেকে আচার্য ভবনের সামনে অবস্থাম কর্মসূচীর ডাক দেয়। কিন্তু তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয় পুলিশ। বুধবার গভীর রাতে টেনেহিঁচড়ে আন্দোলনকারীদেরকে উক্ত স্থান থেকে সরিয়ে দেয় পুলিশ, বেশ কয়েকজনকে আটকও করা হয়। এরপর সেখান থেকে সরে গিয়ে আন্দোলনকারীরা রাত আড়াইটা নাগাদ শিয়ালদহ স্টেশন চত্বরে পুনরায় সমবেত হয়ে অবস্থান কর্মসূচীতে বসেন। উল্লেখ্য, ২০১৫ সালে পরীক্ষা হয়েছিল।২০১৬ সালে মেরিট লিস্ট পাবলিশ হলেও ৬ বছর ধরে মিথ্যা প্রতিশ্রুতি শুনে এসেছে, নিয়োগ হয়নি।

টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের সংগঠনের সহ-সভাপতি সুশান্ত ঘোষ এবং সম্পাদক আনিসুর রহমান জানিয়েছেন, ” আন্দোলন আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে যদি শীঘ্রই গেজেট পদ্ধতি মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না করা হয়। যেভাবে রাতের অন্ধকারে আমাদেরকে যেভাবে পুলিশের মাধ্যমে সরিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আরও বৃহত্তর আন্দোলন গোটা রাজ্যে গড়ে তোলা হবে। ” পূর্বে বিকাশ ভবনে, টেট উত্তীর্ণ আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলের সাথে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠক হয়েছিল। কিন্তু সমস্যার সমাধান হয়নি। বিজেপি প্রথম থেকেই টেট উত্তীর্ণদের দাবী নিয়ে সরব ছিল। এবার আন্দোলনে পুলিশের বাধা প্রদানের ঘটনার পর এর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। রাজ্যের শিক্ষক মহলের একাংশও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বিধানসভা মির্বাচনের পূর্বে এর ফলে দৃশ্যতই অস্বস্তিতে তৃণমূল। এখনও পর্যন্ত কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও পুরো ব্যাপাটির ওপর সতর্ক দৃষ্টি রাখছে নবান্ন।