“জয় শ্রীরাম” বললে প্রত্যাঘাত-প্রতিঘাত করা হবে বলে হুমকি দিলেন তৃণমূল নেতা

0
646

বঙ্গদেশ ডেস্ক:- হাওড়া পুরসভার বিদায়ী পুরবোর্ডের মেয়র পারিষদ সদস্য ও উত্তর হাওড়ার তৃণমূল নেতা গৌতম চৌধুরী “জয় শ্রীরাম” বলা নিয়ে রীতিমতো হুমকি দিলেন গণমাধ্যমের সামনে। এলাকায় “জয় শ্রীরাম” বলা হলে প্রত্যাঘাত করা হবে বলে হুমকি দেন গৌতম চৌধুরী। তৃণমূল নেতা বাণী সিংহ রায়ের ৬ নং ওয়ার্ডে আয়োজিত এক মিছিলের পরে গণমাধ্যমের সামনে এই মন্তব্য করেন তৃণমূল নেতা গৌতম চৌধুরী।

তৃণমূল নেতাদের একের পর এক দলত্যাগ চলছে৷ বড় থেকে ছোট, কমবেশি সবরকম তৃণমূল নেতাই দল ছাড়ছে৷ এই দলত্যাগ নিয়ে চাপে রয়েছে তৃণমূল। এই বিষয়ে গৌতম চৌধুরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস একাই তৈরি করেছিলেন। কেউ তাঁর সাথে ছিল না। কাজেই কে দল ছাড়ছে, কে থাকছে, তাতে কিছু যায় আসে না। অরূপ রায়ের নেতৃত্বে হাওড়ায় তৃণমূল শক্ত অবস্থানে। আমফানের সময় বিজেপি মানুষকে ত্রাণ দেয়নি। কোভিডের সময়ে মানুষকে হাসপাতালে পৌঁছে দেয়নি। শুধু তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। মানুষের জন্য কাজ না করে “জয় শ্রীরাম” করলে প্রত্যাঘাত ও প্রতিঘাত করা হবে।”

বিজেপির চালে তৃণমূল একপ্রকার ধরাশায়ী। সম্প্রতি বেশ কিছু তৃণমূল নেতা,বিধায়ক,সদস্য তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছে। এর মধ্যে শুভেন্দু অধিকারীর ন্যায় হেভিওয়েট নেতাও রয়েছে। অমিত শাহ দলের এই শক্তিবৃদ্ধি নিয়ে বেশ খোশমেজাজে রয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের এই দলত্যাগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে অমিত শাহ বলেন, ” তৃণমূলে শুধু আপনি একাই থেকে যাবেন, সবে তো শুরু। ” এখন দেখার বিষয় এই যে বিধানসভা নির্বাচনে বিজেপিকে টক্কর দেওয়ার জন্য কি পরিকল্পনা নিয়ে মাঠে নামে তৃণমূল।