কাশ্মিরী পণ্ডিত ও বাঙ্গালী উদ্বাস্তু স্মৃতি একাকার!,ত্রিপুরায় করমুক্ত ‘দ্য কাশ্মীর ফাইলস’

0
642

বঙ্গদেশ ডেস্ক:’দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটিকে করমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা সরকার। বিবৃতি জারি করে এমনটাই জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব।’দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর প্রথমেই কর্ণাটক, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ,গোয়া এই ছবিকে করমুক্ত করেছে। এরপর উত্তরাখণ্ডেও (Uttarakhand) করমুক্ত করা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কে। গত ১১ মার্চ মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে’দ্য কাশ্মীর ফাইলস’ । দর্শকদের তো বটেই এমনকি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে এই ছবি। এতে ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী যোশীর মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীরা।

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির সদস্যরা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী, অভিনেত্রী পল্লবী যোশী এবং প্রযোজক অভিষেক আগরওয়াল। মোদির সঙ্গে সাক্ষাতের ছবি টুইটারে পোস্টও করেন অভিষেক। প্রধানমন্ত্রী ছবিটির প্রশংসা করেছেন।

কাশ্মিরী পণ্ডিত গণহত্যার কাহিনী তুলে ধরা হয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’-এ (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের এক সময় কীভাবে নিজেদের ভূমি থেকে উৎখাত করা হয়েছিল, ঘরবাড়ি ছেড়ে দেশের বিভিন্ন প্রান্তে কীভাবে তাদের উদবাস্তুর মতো জীবন কাটাতে হয়েছে, সেই কাহিনীই এই ছবিতে তুলে ধরা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ত্রিপুরার বাঙ্গালীরা পূর্ব পাকিস্তানে গণহত্যার ফলে উদ্বাস্তু হয়েছিল। ফলত কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যার সঙ্গে তারা নিজেদের পূর্বস্মৃতিকে একাত্ম করে তুলেছে।


এদিকে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে কেন বলিউডের (Bollywood) সুপার স্টাররা চুপ করে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কাশ্মীর ফাইলস নিয়ে নিশ্চুপ বলিউড ইন্ডাস্ট্রি। অথচ The Kashmir Files এখনও পর্যন্ত এই বছরের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সফল ছবি।করোনা মহামারীর সময় কোনও ছবি সন্তোষজনক ব্যবসা করতে পারে না। উন্নত প্রযুক্তি ছাড়া কোনও ছবি‌ই ব্যবসা করতে পারবে না। এসব মিথ ভেঙে দিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। যে পরিমাণ অর্থ ব্যয়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ তৈরি করা হয়েছে, ছবি মুক্তির পর দ্বিগুন অর্থ বিবেক অগ্নিহোত্রীর এই ছবি রোজগার করেছে বলে মন্তব্য করেছেন কঙ্গনা।