লালিকায় পেও না ভয়

ভয় পেও না

ভয় পেও না ভয় পেও না

কেউ তোমাদের মারবে না

সত্যি বলছি। গালিভার আর

তোমায় দেখতে পারবে না।

 
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর

ক্ষীণ হচ্ছে শক্তি তাই

মাঝেমধ্যে কুটুস কামড়

চুলকে নিলেই স্বস্তি পাই।

 
এ হাত ধরো ও হাত ধরো

ধরতাই দাও সব কথায়,

বাজার ধরতে ঘেউ করছ

শুঁড় কি তাতে ঝাপট খায় ?

 
তার চে বরং ক্লাস করো গে

তিনটি দশক দিচ্ছে ফাঁকি

বস্তুবাদ আর সমাজবাদে

কোথায় কতক রইল বাকি।

 
 
 

আমরা সবাই সেকু

আমরা সবাই সেকু আমাদের এই

মাকুর রাজত্বে

পৈতে টিকি ভাসিয়ে দিলাম

কলমারই স্বত্ত্বে

আমরা সবাই মাকুউউউ।

 

আমরা তাজিয়াতে আসি

এবং রোজায় উপবাসী,

আমরা নই রাজী নই পিতৃশোকেও

উড়ানি পরতে

নইলে মোদের ম্যাক্স ও আজান মিলবে কি শর্তে !!

আমরা ব্যাপক সেকুউউউউ।

 

মোদের সবটাই তো ভাণ

তাইতো উজাড় হলো মান,

মোরা দেশের সীমা বিকিয়ে দেবো

জিহাদী স্বত্বে

নইলে মোরা দ্বন্দ্বমূলক হচ্ছি কি কত্তে?

আমরা সবাই মাকুউউউ।

 

আমরা নিজের ঘরে খাল কেটে যাই

কুমীর আবর্তে

গীতা পুরাণ দেব ভাসান

আজাদী গর্তে

আমরা ঘরের ঠাকুর ছাড়ি

ভাবি পরের আদর কাড়ি!!!

মোরা ভিত ভেঙেছি, পাঁচিলখানাও

ভাঙছি স্বহস্তে

আমরা ভীষণ সেকুউউউ ।।।

ফীচার: Newsgram; টেরাকোটা পত্রিকায় পূর্বপ্রকাশিত এবং অনুমতিক্রমে পুনর্মুদ্রিত।