গ্রেফতার বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি মলয় মুখ্যোপাধ্যায়

0
1379

বঙ্গদেশ ডেস্ক: বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি মলয় মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আদিবাসী যুবক যুবতীদের নিয়ে একটি গণবিবাহের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠান থেকে কিছু ঘটনাকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়। আর সেই ঘটনা থেকে অভিযুক্ত করা হয়েছে তাঁকে। গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। এর পেছনে শাসকদলের হাত রয়েছে বলে দাবি করেছে তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের দু’তারিখ রবিবার মালদা থানার আট মাইল এলাকায় গণ বিবাহের আয়োজন করা হয়। সেই মতো জায়গার অনুমতির আবেদন করা হয় ও স্থানীয় প্রশাসনকেও জানানো হয়। ১০৮ জোড়া সামুহিক গণবিবাহের আয়োজন করা হয় বিশ্ব পরিষদের পক্ষ থেকে। সেই বিয়েতে অধিকাংশ যুবক-যুবতী আদিবাসী সমাজের বলে দাবি তোলেন বিক্ষোভকারী ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যরা। আর এনিয়ে শুরু হয় অশান্তি। যদিও ওই দিন প্রথম থেকেই গণবিবাহের অনুষ্ঠান শান্তিপূর্ণ ভাবেই চলেছিল। কিন্তু তার মাঝেই বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে এই গণবিবাহের মাধ্যমে ধর্মান্তকরণ করার অভিযোগ তুলে বিক্ষোভ-অবরোধে সামিল হয় ঝাড়খণ্ড দিশম পার্টির সদস্যরা।

ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এরপর পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি শুরু করে। এতে এক পুলিশ কর্মী আহত হয়। ফলে হুড়োহুড়ি শুরু হয়ে যায় বিবাহ মণ্ডপে। বিবাহ মণ্ডপে ভাঙচুর করা হয়। যদিও সেই সময় ঝাড়খণ্ড দিশম পার্টির রাজ্য সহ-সভাপতি মোহন হাঁসদা অভিযোগ করেছিলেন, ‘‘এই এলাকায় বেশির ভাগই আদিবাসী। অথচ বিশ্ব হিন্দু পরিষদ হ্যান্ডবিল ও বিজ্ঞাপন ছাপিয়ে ঘোষণা করেছিল যে হিন্দুত্ব রীতি অনুযায়ী বিবাহ হবে। আমরা এর প্রতিবাদ জানায়। ঘটনায় আদিবাসী সমাজ ও মানুষকে অপমান করা হচ্ছে৷’’

পাল্টা বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সম্পাদক অচ্যুতানন্দ কর বলেছিলেন, ‘‘আদিবাসী রীতি মেনেই ওই গণ বিবাহের আয়োজন করা হয়েছিল। সেখানে বেশ কিছু যুবক সেই বিয়ে ভন্ডুল করতে হামলা চালায়।’’ পুলিশের সামনেই হামলা চালানো হয় বলে অভিযোগ। এই ঘটনার নেপথ্যে শাসকদলের হাত রয়েছে। সেই সময় বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মালদায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ছিল। পাল্টা অভিযোগ জানায় ঝাড়খণ্ড পার্টি গোটা ঘটনার তদন্ত পুলিশ শুরু করে। এরপরই বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি গ্রেফতারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।