দেবীপক্ষে নারীশক্তির প্রকাশ! সাইকেলে ২২০০ কিমি পথ পাড়ি ৭০ ছুঁইছুঁই ‘তরুণী’-র

0
581

বঙ্গদেশ ডেস্ক:-মনীষীগণ বহুকাল আগেই বলেছেন, প্রতিটি নারীর মধ্যে শক্তির অবস্থান, তাই নারী যদি ইচ্ছা করে কোন কিছুই তার পক্ষে অসম্ভব নয়। এই কথাটা যতই ক্লিশে হয়ে যাক না কেন এর ভেতরের অন্তর্নিহিত শক্তিকে অস্বীকার করার উপায় নেই। নারীশক্তির ক্ষমতা কতটা তা আবার প্রমাণ করে দিল মহারাষ্ট্রের ৬৮ বছরের বৃদ্ধা। তিনি মহারাষ্ট্র থেকে সুদূর বৈষ্ণোদেবী মন্দির ২২০০ কিলোমিটারের পথ অতিক্রম করতে চলেছেন সাইকেলে। সত্তর ছুঁইছুঁই ওই বৃদ্ধার সাইকেল যাত্রার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের রীতিমতো চমকে দিয়েছেন ওই বৃদ্ধা। সঙ্গে আর কেউ নেই তিনি একাই একশো। সত্তরে পৌঁছেও তিনি তরুণী। একাই ওই বিপুল দূরত্ব অতিক্রম করতে চান তাও আবার সাইকেলে।

তাঁর এই সাহস ও অনুপ্রেরণাকে কুর্নিশ জানাচ্ছেন সকলে। রতন শারদা নামের এক ব্যক্তি শেয়ার করেছেন ভিডিওটি। পোস্টে তিনি লিখেছেন, ৬৮ বছরের এই মারাঠি বৃদ্ধা বৈষ্ণোদেবী মন্দির যাচ্ছেন সাইকেলে করে একলা। খামগাঁও থেকে ২২০০ কিমি দূরত্ব। মাতৃশক্তির জয় হোক।”


ভিডিও দেখার পরে কোনো কোনো ট্যুইটার ইউজার সকলের কাছে আবেদন জানিয়েছেন সম্ভব হলে ওই বৃদ্ধাকে যেন কিছুটা রাস্তা লিফট দেওয়া হয় যাতে তাঁর দীর্ঘ যাত্রার পথ কিছুটা হলেও লাঘব করা যায়। আর এক ইউজার লিখেছেন,” অসাধারণ! আমি আশা করি উনি এই দীর্ঘ যাত্রাপথ নিরাপদে শেষ করতে পারবেন। আজকের দিনের ওনার মতো শক্তি, সাহস অর্জন করা সত্যিই কঠিন। বড়দের থেকে আমাদের সকলেরই অনেক কিছু শেখার আছে।”

প্রসঙ্গত জম্মুর রিয়াসি জেলার কাটরা শহরের ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দির। গত শনিবার থেকে সেখানে শুরু হয়েছে ন’দিন ব্যাপি নবরাত্রী উৎসব।