ভারতের ঐতিহ্যের পথে প্রতিবন্ধকতা ধর্মনিরপেক্ষতা! , মন্তব্য যোগীর

0
837

বঙ্গদেশ ডেস্ক: শনিবার প্রকাশিত হয়েছে অযোধ্যা রিসার্চ ইন্সটিটিউটের তৈরি ‘গ্লোবাল এনস্লাইকপিডিয়া অব রামায়ণ’। অনুষ্ঠানে অন্যতম বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। ধর্মনিরপেক্ষতা ভারতের মত দেশে সবচেয়ে বড় বাধা! বলে মত প্রকাশ করেছেন যোগী আদিত্যনাথ।

তিনি বলেছেন, কিছুদিন আগে কম্বোডিয়ার আঙ্করভাট মন্দিরে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গাইডের সঙ্গে আলাপচারিতার সময় তিনি যোগী আদিত্যনাথকে জানান, ‘হিন্দু ধর্ম থেকেই সৃষ্টি বৌদ্ধ ধর্মের’।

যে গাইড তাকে একথা শুনিয়েছিলেন তিনি তিনি একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ। তিনি ঠিক জানেন তাঁর ধর্মের উৎপত্তিস্থল কোথায়। কিন্তু ভারতবর্ষের মতো দেশে এই কথা বললে ধর্মনিরপেক্ষ মানুষরা তার বিরুদ্ধে নানাবিধ আপত্তিকর মন্তব্য করতেন বলে অভিযোগ যোগী আদিত্যনাথের।

এই প্রসঙ্গে যোগীর বক্তব্য, আমাদের দেশ বিশ্বের দরবারে এগিয়ে যাওয়ার পথে সব চেয়ে বড় বাধা হল সেকুলারিজম। যা প্রাচীন ভারতের ঐতিহ্যের সামনে বড়সড় পাঁচিল তৈরি করেছে। যারা ধর্মনিরপেক্ষ মনোভাব পোষণ করে তারা সংকীর্ণ মনোভাব নিয়ে চলে। তারা আমাদের দেশের প্রাচীন ইতিহাস নিয়ে এখনও গর্ব করতে শেখেনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, যে মানুষগুলো দেশের বাকি জনগণকে ভুল বুঝিয়ে, বোকা বানিয়ে রাখছে তারা কেউই রেহাই পাবে না। আমাদের দেশে রামায়ণ-মহাভারত পাঠ করলেই ভালো শিক্ষা লাভ করা যায় বলেও জানান তিনি।

এদিনের অনুষ্ঠানে রামমন্দির প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন এখনও অনেকে প্রমাণ করার চেষ্টা করেন প্রভু রাম অযোধ্যায় জন্মগ্রহন করেননি। এমনকি নানান ইতিহাসবিদও রামের জন্মস্থান নিয়ে বিভ্রান্তিকর প্রশ্ন উত্থাপন করেছিলেন। ফলত ভারত তার প্রাপ্য সন্মান এবং গৌরব থেকে বঞ্চিত হচ্ছে।