১০৩ জন বিজেপি কর্মী খুন হয়েছেন তাই বদলও হবে বদলাও হবে: দিলীপ ঘোষ

0
612

বঙ্গদেশ ডেস্ক: মাঝে মাঝে হুমকির সুরে অনেক কথা বলে থাকেন দিলীপ ঘোষ৷ সে নিয়ে বিতর্কও হয় প্রচুর। কিন্তু বিতর্কে পরোয়া করেন না বিজেপি রাজ্য সভাপতি। সম্প্রতি বদলের সঙ্গে বদলার কথা বলেছেন ঘোষ। ফেসবুকে একটি পোস্টারের পোস্ট করেন তিনি, যাতে লেখা রয়েছে, ‘বদলাও হবে, বদলও হবে।’

এরপরই তৃনমূলের তরফে দিলীপ ঘোষের বক্তব্যের সমালোচনা শুরু হয়েছে। বিজেপি রাজ্য সভাপতির বক্তব্যের সমালোচনা করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘একমাত্র গুন্ডারা এবং বিজেপিই এইধরনের মন্তব্য করতে পারে৷ এবার পশ্চিমবঙ্গের জনগন বিচার করুক৷ তৃণমুল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাস করেনা।’

এরপরই নিজের বক্তব্য পরিষ্কার করে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘আমাদের মোট ১০৩ জন কর্মকর্তা খুন হয়েছেন। তৃণমুল বদলের কথা বলে বদলা নিয়েছিল, আমি কোনো রাখঢাক না করে সরাসরিই বলছি। আমরা যদি হিংসা দিয়ে হিংসার বিরুদ্ধে না রুখে দাঁড়াই, তবে মানুষ আমাদের দুর্বল, কাপুরুষ ভাববে৷ যা বলেছি তা এরপরেও বলব, যে যা খুশি ব্যাখ্যা করতে পারে৷’