আগুন লাগার পরেও – ১৯

0
491

দীপ্তাস্য যশ

আগের পর্বসমূহ – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [] – [১০] – [১১] – [১২] – [১৩] – [১৪] – [১৫] – [১৬] – [১৭] – [১৮]

ঊনিশ

দীনবন্ধু দাওয়াতে বসে পাখির খেলনাবাটি খেলা দেখছিলেন। বাপ্পা চলে যাওয়ার পর থেকে মেয়েটার আর খেলার সাথী নেই তেমন কেউ। সামনের বছর মেয়েটাকে বড় স্কুলে ভর্তি করবেন ঠিক করেছেন। কিন্তু তিনি নিজেই এখনও ঠিক করতে পারছেন না, নিজে কী করবেন। শহরের কাজটা ছেড়ে দিয়ে এখানে চাষবাস করবেন, নাকি এখান থেকে পাততাড়ি গুটিয়ে শহরে চলে গিয়ে সেখানে দোকান দেবেন। শহরে গেলে পাখির পড়াশুনোটা ভালো হবে, কিন্তু অনেক খরচাও বাড়বে। দোকানও যে দিলেই ভালো চলবে— এমন কোন কথা নেই। ভালো জায়গায় একটা দোকানঘর পেতেও বেশ কিছু খরচা আছে। আহমেদদার সাথে এই নিয়ে একবার কথা বললে হয়। বিষয়ী লোক হাজার হলেও। সৎ পরামর্শই দেবেন।

দীপ্তাস্য যশের বড় গল্প “অগ্নি কুঠার” এবং উপন্যাস “আগুন লাগার পরেও” সংকলিত হয়ে “আগুন লাগার পরেও” শিরোনামে বই হিসেবে প্রকাশিত হচ্ছে বইচই থেকে। ১২ই ফেব্রুয়ারী ২০২২ থেকে থেকে বইটি পাওয়া যাচ্ছে বইচই ওয়েবসাইট এবং তাদের কলেজস্ট্রীটের বিপণী থেকে।

Aagun Lagar Poreo