বন্দে ভারত’: ২৮তম দেশ হিসেবে শ্রীলঙ্কার সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি ভারতের! বাড়বে বাণিজ্য

0
669

বঙ্গদেশ ডেস্ক – ভারতের সিভিল এভিয়েশান মন্ত্রক শনিবার জানিয়েছে, ভারত এবং শ্রীলঙ্কা দুই দেশের মধ্যে একটি বিশেষ, আন্তর্জাতিক, যাত্রীবাহী বিমান চালনার জন্য একে অপরের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল সিস্টেম’ তৈরির ব্যবস্থা করেছে।

শ্রীলঙ্কা ছাড়াও ভারত ইতিমধ্যেই আফগানিস্তান, বাহরিন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইরাক, জাপান, মালদ্বীপ, নাইজেরিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইউনাইটেড কিংডম এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ ২৮ টি দেশের সঙ্গে এই জাতীয় চুক্তি রয়েছে।

দুই দেশের মধ্যে একটি ‘এয়ার বাবল’ (বুদ্বুদ) চুক্তির আওতায়, বিশেষ আন্তর্জাতিক যাত্রীবাহী এয়ারলাইনসগুলি, কিছু বিশেষ শর্তাবলী মেনে একে অপরের এলাকায় ফ্লাইট পরিচালনা করতে পারবে বলে স্বরাজ্য তাদের রিপোর্টে উল্লেখ করেছে।

ভারতীয় সিভিল এভিয়েশান মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, “ভারত, শ্রীলঙ্কার সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তি চূড়ান্ত করেছে, এটি সার্কভুক্ত দেশগুলির ষষ্ঠ এবং মোট ২৮ তম চুক্তি।”


“সমস্ত নির্বাচিত যাত্রীরাই অদূর ভবিষ্যতে দুটি দেশের মধ্যে ভ্রমণ করতে সক্ষম হবেন,” বলে এই চুক্তিতে উল্লেখ করা হয়েছে।

করোনা ভাইরাস মহামারীজনিত কারণে ২০২০ সালের ২৩ শে মার্চ থেকে ভারতগামী সমস্ত আন্তর্জাতিক উড়ানই স্থগিত করা হয়েছে।

তবে গত বছরের মে মাস থেকে ‘বন্দে ভারত’ মিশনের আওতায় এবং আগের বছরের জুলাই থেকে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির আওতায়, বিশেষ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল করছে। এরফলে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। ব্যবসা বাণিজ্য, বিশেষত ‘মেডিক্যাল ট্যুরিজম’ বাড়বে বলেই আশা করছেন বিশেষজ্ঞরা।