আসামের চিতলমারিতে উচ্ছেদ বহু বাঙ্গালী হিন্দু পরিবার, নীরব প্রশাসন

0
423

বঙ্গদেশ ডেস্ক: গত ৩ রা সেপ্টেম্বর আসামের শোণিতপুর জেলার চিতলমারি গ্রামের স্থানীয় প্রশাসন প্রায় ৩০০টি হিন্দু বাড়ি বুলডোজার দিয়ে সাফ করেছে এবং মোট ৮৬৪ বিঘা জমি পরিষ্কার করে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, খালি করা জমিতে একটি সৌর প্রকল্প স্থাপন করা হবে। উল্লেখযোগ্য বিষয়,উচ্ছেদকৃতদের মধ্যে অধিকাংশই বাঙ্গালী হিন্দু।

আর এই উচ্ছেদ নিয়ে বাঙ্গালী হিন্দুদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের মতে, এই গ্রামটি বারশালা আসনের অন্তর্গত এবং বিজেপির গণেশ লিম্বু এই আসনে জয়ী হয়েছেন। এই সরকারি জমিতে বসবাসকারী সমস্ত বাঙ্গালী হিন্দু পরিবার বিজেপির কট্টর সমর্থক।

উচ্ছেদকৃত বাঙ্গালী হিন্দুদের অভিযোগ, যে গত বিধানসভা নির্বাচনের সময়, বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে হিন্দু পরিবারগুলিকে উচ্ছেদ করা হবে না। সেই বিশ্বাস অনুযায়ী, বিপুল সংখ্যক বাঙ্গালী হিন্দু বিজেপি প্রার্থী গণেশ লিম্বুকে ভোট দিয়েছে। কিন্তু নির্বাচনে জেতার পর গণেশ লিম্বু বা বিজেপি কেউই প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ উঠেছে।

চিতলমারি গ্রামের বাসিন্দা সত্যেন ধর বলেছেন, সাত মাস আগে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছিল। বিজেপি বিধায়ক গণেশ লিম্বুর কাছে ছুটে গেলে তিনি বলেন, নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছে। তিনি আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হিন্দু পরিবারগুলিকে উচ্ছেদ করা হবে না। কিন্তু সে প্রতিশ্রুতি রক্ষা হয়নি। একজন বাঙ্গালী হিন্দু মহিলা বলেছেন, বিগত ৪০ বছর ধরে ওই জমিতে বসবাস করছিলাম। আমাদের পাট্টা (সরকার প্রদত্ত জমি) আছে এবং আমরা সেই বাড়িটি সরকারি আবাস যোজনা প্রকল্পের অধীনে তৈরি করি। কিন্তু প্রশাসন আমাদের কোনো কথা শোনেনি।

বেশ কয়েকটি হিন্দু পরিবার অভিযোগ তুলেছেন, ওই গ্রামে বেশ কয়েকটি মন্দির ভাঙা ফেলা হয়েছে। উচ্ছেদ অভিযানের পর তাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। অনেক হিন্দু পরিবার এখন রাস্তার পাশে ঝুপড়িতে বসবাস করছে। অন্যরা স্থানীয় একটি মন্দিরে আশ্রয় নিয়েছে। তাদের আরও অভিযোগ, বিজেপি তাদের সঙ্গে প্রতারণা করেছে। বিজেপি ক্ষমতায় গেলে তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্বাচনের পর তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন না। উচ্ছেদকৃত হিন্দু গ্রামবাসী ক্ষোভে বলেছে, আমরা আগামী নির্বাচনে বিজেপিকে কোনোভাবেই ভোট দেবো না।