কামাখ্যা মন্দিরের পবিত্র ভূমি আওরঙ্গজেবের দান, AIDUF নেতার মন্তব্যে উত্তাল আসাম

0
613

বঙ্গদেশ ডেস্ক: সাম্প্রতিক কয়েক বছরে আসামের পটভূমিতে ব্যাপক রদবদল হয়েছে। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার শাসনকালে আসাম গর্বিত হিন্দু রাজ্যে রূপান্তরিত হতে শুরু করেছে। কিন্তু, AIDUF-এর মতো কট্টরপন্থী ইসলামপন্থী দলগুলো বাস্তব পরিবর্তনকে মেনে নিতে পারছে না। সম্প্রতি, তারা আসামের অন্যতম বিখ্যাত কামাখ্যা মন্দিরে আওরঙ্গজেবের উত্তরাধিকার দাবি করার কথা বলেছেন।

আমিনুল ইসলাম, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (AIUDF)-এর বর্তমান সাধারণ সম্পাদক এবং মুখ্য মুখপাত্র অযৌক্তিক দাবি নিয়ে এসেছেন, যে মুঘল অত্যাচারী শাসক আওরঙ্গজেব গুয়াহাটির নীলাকাল পাহাড়ে কামাখ্যা মন্দিরের বর্তমান কাঠামো প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করেছিলেন।আমিনুলের মতে, এই আওরঙ্গজেব যিনি হিন্দুদের হত্যাযজ্ঞে কোন দয়ামায়া রাখেননি, তিনি চারটি প্রাথমিক শক্তিপীঠের মধ্যে একটি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জমি দান করার জন্য যথেষ্ট সদয় ছিলেন।

ইতিহাস বিকৃত করার প্রচেষ্টায় আমিনুলের বিরুদ্ধে হিন্দুরা লড়াই শুরু করেছেন। একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, আমিনুলের বিরুদ্ধে দিসপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু সংগঠন কুটুম্বা সুরক্ষা মিশনের সভাপতি শ্রী সত্য রঞ্জন বোরাহ এই অভিযোগ দায়ের করেছেন৷ তথ্যের বিকৃতি এবং সনাতন ধর্মের মূল্যবোধকে উপহাস করা এবং ইসলামিক মৌলবাদের প্রচারের মতো বিভিন্ন অভিযোগ উল্লেখ করে AIUDF নেতার বিরুদ্ধে ভারতীয় সংবিধানের 51 A (c), 51 A (e), 51 A (f), 51 A (j) ধারা লঙ্ঘনের জন্যও অভিযোগ করা হয়েছে।

হিমন্ত বিশ্বশর্মা এ বিষয়ে জানিয়েছেন, অসমিয়া সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের বিরুদ্ধে কোনও আক্রমণ বা অপমান সহ্য করা হবে না। ধর্মীয় মৌলবাদীদের কঠোর তিরস্কার করে তিনি কটাক্ষ করেছেন, “আমরা কখনই মোহাম্মদ, যিশু খ্রিস্টকে রাজনৈতিক আক্রমণে ব্যবহার করি না, তবে যে কেউ আমাদের মূর্তির অবমাননা করবে তাহলে তাকে জেলের ভাত খেতে হবে।”