পুলিশকে পুজোয় চুড়ি দিতে চান বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভাপতি

0
657

বঙ্গদেশ ডেস্ক : পুজোয় পুলিশকে চুড়ি উপহার দিতে চান বিজেপির মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পাল।

জলপাইগুড়ি এসে এই ভাষায় পুলিশকে বিঁধলেন অগ্নিমিত্রা। বৃহস্পতিবার রাজগঞ্জের নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের সঙ্গে দেখা করতে জলপাইগুড়ি আসেন অগ্নিমিত্রা। হাসপাতালে ভর্তি থাকায় নাবালিকার সঙ্গে দেখা হয়নি তাঁর। তবে কথা বলেন পরিবারের সঙ্গে। তখনই রাজগঞ্জের ট্যাংরা পাড়ার বাসিন্দা সোমারু মহম্মদ অগ্নিমিত্রার কাছে অভিযোগ করেছিলেন জানুয়ারি মাস থেকে তাঁর মেয়ে নিখোঁজ। তাঁকে খুঁজে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুলিশ তার কাছ থেকে আট হাজার টাকা নিয়েছে। কিন্তু মেয়েকে উদ্ধার করে আনতে পারেনি। সেই খবর প্রকাশ্যে আসার পরেই জেলায় শোরগোল পড়ে। ওই রাতেই রহস্যজনক ভাবে বিবৃতি বদল করে সোমারু মহম্মদ বলেন, ‘‘আমার মেয়ে নিখোঁজ। তাই আমার মাথা ঠিক নেই। আমি ভুল করে পুলিশকে ঘুষ দেওয়ার কথা বলেছিলাম। এই কথা বলা আমার ভুল হয়েছে।’’

অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘নিখোঁজ মেয়েকে খুঁজে দিতে ঘুষ চেয়েছে পুলিশ। সত্যি কথা সামনে আসায় থানায় তুলে নিয়ে গিয়ে বাবাকে বয়ান বদল করতে বাধ্য করেছে পুলিশ। রাজগঞ্জের ঘটনাকে ধামাচাপা দিতে চেষ্টার কোনও খামতি রাখছে না। তাই আমরা ঠিক করেছি এবার পুজোয় পুলিশকে চুড়ি উপহার দেব। আপাতত তারা সেই চুড়ি হাতে পরে বসে থাকুক। ২১ সালে আমরা ক্ষমতায় এসে চুড়িগুলি খুলে নেব।’’

শুক্রবার রাতে শিলিগুড়ির কর্মসূচি শেষ করে ফের জলপাইগুড়িতে আসেন অগ্নিমিত্রা পল। জেলা হাসপাতালে চিকিৎসাধীন নাবালিকার সঙ্গে দেখা করতে গেলে জানতে পারেন এদিন দুপুরেই নাবালিকাকে স্থানীয় একটি হোমে নিয়ে গিয়েছে পুলিশ। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, ‘‘পুলিশ রাজগঞ্জের ঘটনা আড়াল করতে লুকোচুরি খেলছে। সোমারু মহম্মদকেও জোর করে চাপ দিয়ে বিবৃতি পরিবর্তন করতে বাধ্য করেছে পুলিশ। পুজোয় পুলিশকে চুড়ি উপহার দেব।’’