গুহাবাসী ৮৪ বর্ষীয় সন্ন্যাসী রাম মন্দিরের জন্য দান করলেন ১ কোটি টাকা

0
628

বঙ্গদেশ ডেস্ক:- অযোধ্যাতে ভগবান শ্রী পুরুষোত্তম রামের মন্দির নির্মাণ কার্য চলছে। এর ফলে সারা দেশের হিন্দুরা উৎসাহ উদ্দীপনার সাথে কাজে নেমে পড়েছে। বহু মানুষজন দানের মাধ্যমে নিজের অবদান দেওয়ার চেষ্টা করছেন। রাম মন্দির নির্মাণের জন্য চলা দানকার্য নিয়ে একটি খবর সামনে এসেছে যা সকলকে অবাক করে দিয়েছে। গুহাবাসী এক সন্ন্যাসী রাম মন্দিরের জন্য ১ কোটি টাকা দান করেছেন।

জানা গিয়েছে, ওনার নাম স্বামী শঙ্কর দাস, যিনি ৬০ বছর ধরে গুহায় বসবাস করেন এবং সাধনা করেন। স্বামী শঙ্কর দাসের বয়স ৮৪ বছর। উনি ঋষিকেশ নীলকন্ঠ পথের এক গুহায় থাকেন। উনি তাঁর কাছে আগত ভক্তদের দান থেকে এই পরিমাণ টাকা জমিয়ে মন্দিরের জন্য দান করেছেন। স্বামী শঙ্কর দাস বুধবার ১ কোটি টাকার চেক নিয়ে ঋষিকেশ এর ভারতীয় স্টেট ব্যাংকের মূল শাখায় যান।

ওনাকে দেখে ব্যাংক কর্মী থেকে শুরু করে উপস্থিত সকলেই অবাক হয়ে যান। ব্যাংক কর্মীরা অবাক বিস্ময়ে ওনার চেক পরীক্ষা করতে শুরু করেন। তারা পরীক্ষা করেন উনার চেক একেবারে সঠিক। শঙ্কর দাস মহারাজ বলেন, উনি এই পরিমাণ অর্থ শুধুমাত্র রাম মন্দির নির্মাণের জন্য দীর্ঘ বছর ধরে জমা করেছিলেন।

জানা গিয়েছে, শঙ্কর দাস মহারাজ ভীষণ সহজ সরলভাবে জীবন ধারণ করেন। সাধনার জন্য উনি সমস্তরকম ইহজাগতিক সুবিধা ত্যাগ করে দিয়েছেন। বিগত ৪০ বছর ধরে উনি রাম মন্দিরের জন্য টাকা সংগ্রহ করছিলেন।