LAC তে সংযত হোন, চিনা প্রতিরক্ষামন্ত্রীর মুখের ওপর বললেন রাজনাথ

0
499

বঙ্গদেশ ডেস্ক: এতদিন বিভিন্ন মাধ্যমকে ব্যবহার করে চিনকে বার্তা দেওয়ার কাজ করছিল ভারত৷ এবার সরাসরি চিনকে বার্তা দিল ভারত৷ মুখোমুখি বৈঠকে বসে জানিয়ে দেওয়া হল প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে সম্মান করতে হবে৷

আর সেখানে স্থিতাবস্থা ভেঙে ফেলার কোনওরকম প্রচেষ্টা করা যাবে না৷ শনিবার রাশিয়ার মস্কোয় চিনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ওয়েই ফেঙ্গিকে এই বার্তাই দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে যে ভারত তাদের অঞ্চল ও সার্বভৌমত্ব রক্ষা করতে বদ্ধপরিকর৷

রাশিয়ার মস্কোতে চলছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠক৷ সেই বৈঠকের ফাঁকেই ভারতের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেওয়া চিনের তরফে তখন রাজনাথ সিং বিষয়টিতে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি৷ পরে শনিবারের বৈঠকটি নির্ধারিত হয়৷

প্রসঙ্গত, মে মাসের পর লাদাখে চিন ভারতের সঙ্গে যে সীমান্ত সঙ্ঘাত শুরু করেছে৷ তার পর থেকে এটাই দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের আলোচনা৷ এর আগে সেনা ও কূটনীতিক পর্যায়ে আলোচনা হয়েছে৷ দুই দেশের বিশেষ প্রতিনিধিরাও আলোচনা করেছেন৷

কূটনৈতিক মহলের বক্তব্য, ভারতের এই বার্তার একেবারে ভিন্ন মানে রয়েছে৷ কারণ, এতদিন শুধু সেনার মাধ্যমে ও সরকারি বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে চিনকে বার্তা দেওয়ার কাজ চলেছে৷ এবার একেবারে সরাসরি চিনকে মুখের ওপর সংযত হওয়ার কথা বলে দেওয়া হল৷