আইন না হিন্দু নির্যাতনের অস্ত্র? “গর্ব করে বলো আমি হিন্দু” লেখায় নাবালক গ্রেফতার ইসলামিক বাংলাদেশে

0
1007

বঙ্গদেশ ডেস্ক:ইসলামিক বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনকে যে হিন্দু নির্যাতনের নতুন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, এটি দিনের আলোর মতোই পরিষ্কার। দেশটির সংখ্যাগুরু মুসলিম সম্প্রদায় ইন্টারনেটে কট্টরপন্থী বক্তব্য ও হুমকি দেওয়ার পরেও রাজার হালে থাকে, ঠিক তার উল্টো দিকেই হিন্দুদের অবস্থা দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের চেয়েও খারাপ। সম্প্রতি একটি অতি সামান্য ফেসবুক পোস্টের জন্য এক হিন্দু ছেলেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। শুধু পোস্টদাতাকে যে গ্রেফতার করা হয়েছে এমনটা নয়। পোস্টদাতা হিন্দু ছেলেটির বাবাকেও গ্রেফতার করেছে পুলিশ। 

সিলেটের ১৬ বছর বয়সী হিন্দু ছেলেটির নাম আশীষ ভট্টাচার্য। সম্প্রতি ফেসবুকে সে একটি স্ট্যাটাস আপডেট করে, ” গর্ব করে বলো, আমি হিন্দু।” এতে ব্যপক ক্ষিপ্ত হয় তার মুসলিম প্রতিবেশী ও বন্ধুরা। তারা নানা ভাষায় তাকে আক্রমণ করতে থাকে৷ তারা আশীষকে বলে যে ইসলামিক দেশে থেকে হিন্দু হিসেবে গর্বিত হওয়া মানায় না, একমাত্র মুসলমানরাই গর্ব করতে পারে। তাদের অভিযোগ এই পোস্ট দিয়ে আশীষ তাদের ধর্মানুভূতিকে আঘাত করেছে। 

আশীষের ওপর ক্ষিপ্ত তার মুসলিম প্রতিবেশী ও বন্ধুরা তার নামে থানায় অভিযোগ করে। অভিযোগ পেয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের জেরে আশীষকে গ্রেফতার করে পুলিশ। ঘটনা এখানেই থেমে থাকেনি। আশীষের বাবাকেও কোন কারণ ছাড়াই গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। আশীষ নাবালক হওয়ায় তাকে শিশু সংশোধনাগারে এবং তার পিতাকে জেলে প্রেরণ করেছে পুলিশ। এই আইনে দোষী সাব্যস্ত হলে দশ বছরের জেল ও ২০ লক্ষ টাকা জরিমানার বিধান রয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনকে যে হাসিনা সরকার হিন্দু নির্যাতনের অস্ত্র হিসেবে যথেচ্ছভাবে ব্যবহার করছে, আশীষের ঘটনাই তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।