ইন্ডিয়া গেটে নেতাজীর হলোগ্রাম মূর্তির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
464

বঙ্গদেশ ডেস্ক: নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তীতে দিল্লির ইন্ডিয়া গেটে উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত সেখানে বসানো হয়েছে হলোগ্রাম মূর্তি। পরে সেখানে বসানো হবে গ্রানাইট পাথরের তৈরি মূর্তি। অগাস্টের মধ্যে ওই মূর্তি তৈরি করা হবে বলে খবর। সেক্ষেত্রে ১৫ অগাস্ট নেতাজীর গ্রানাইট মূর্তির উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। বাবার মূর্তি উদ্বোধনের কথা জেনে খুশি নেতাজী কন্যা অনিতা৷

তিনি বলেছেন,বাবা দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন। সেজন্য হাত মিলিয়েছিলেন হিটলারের সঙ্গে। কিন্তু তিনি ফ্যাসিবাদের সমর্থক ছিলেন না। তিনি আরও বলেছেন, বাবা মুসলিনির সঙ্গে দুবার দেখা করেছিলেন কারণ তিনি জার্মানি, জাপান এবং ইতালিকে ভারতের স্বাধীনতার প্রস্তাবে সাক্ষর করাতে চেয়েছিলেন। তবে, কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে মোহনদাস গান্ধীর প্রসঙ্গ টেনে নেতাজি কন্যা জানিয়েছেন, নেতাজীর সঙ্গে অবিচার করে কংগ্রেসের একাংশ। তখন নেহেরুকেই সমর্থন করেন গান্ধীজী। কিন্তু তাঁর বাবাকে গান্ধীজী রুখে দিতে পারেননি।

ট্যুইটে আগেই প্রধানমন্ত্রী লিখেছিলেন, আজ সন্ধ্যা ৬টায় ইন্ডিয়া গেটে নেতাজী সুভাষ চন্দ্র বসুর হলোগ্রাম মূর্তি উন্মোচন করার জন্য দেশবাসীর অসীম উদ্দীপনা দেখে আমি গর্বিত। পাশাপাশি এই অনুষ্ঠান থেকেই ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’ও বিতরণ করা হবে”।এই অনুষ্ঠানে ‘সুভাষ চন্দ্র বসু আপদা প্রবন্ধন পুরস্কার’-এর খাতে নির্বাচিত সংস্থা প্রতি ৫১ লক্ষ টাকা পুরস্কারমুল্য এবং ব্যক্তি প্রতি ৫ লক্ষ টাকা পুরস্কারমুল্য বরাদ্দ করেছে।

অথচ ইন্ডিয়া গেটে নেতাজী মূর্তি নিয়ে উন্মাদনার শেষ নেই পশ্চিমবঙ্ঘবাসীর। নেতাজীর সঙ্গে জড়িয়ে আছে বাংলার আবেগ ও শ্রদ্ধা। অনেকেই জানেন না, দেশের মধ্যে প্রথম জলপাইগুড়িতে নেতাজীর মর্মর মূর্তি স্থাপন করা হয়েছিল। দেশভাগের পর নেতাজী অন্তর্ধান নিয়ে গোটা দেশ যখন তোলপাড়, সে সময় জলপাইগুড়ির স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র লাহিড়ি তাঁর কয়েকজন সহযোগীকে নিয়ে নীরবে নেতাজীর মূর্তি স্থাপন করেন।