সন্ত্রাসবাদী হামলা আফ্রিকার মোজাম্বিকে, ‘আল্লা হু আকবর’ ধ্বনি তুলে ৫০ জনের শিরচ্ছেদ ISIS জঙ্গীগোষ্ঠীর

0
752

বঙ্গদেশ ডেস্ক – সন্ত্রাসবাদের ধর্ম না থাকলেও ফের একবার ‘আল্লা-হু-আকবর’ রব তুলে ৫০ জনের‌ও বেশি মানুষের শিরচ্ছেদ করেছে আইএসআইএস জঙ্গীরা। ফ্রান্স, ভিয়েনার পরে এবার এই নৃশংস ঘটনাটি ঘটেছে পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিক (Mozambique) -এর উত্তর প্রান্তে অবস্থিত কাবো ডেলগাডো প্রদেশে। এই ঘটনার তীব্র সমালোচনা করে জঙ্গীদের উপযুক্ত শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছে মোজাম্বিকের প্রশাসন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার রাতে আচমকা কাবো ডেলগাডো (Cabo Delgado) প্রদেশের নাঞ্জাবা গ্রামে আল্লাহু আকবর বলে হামলা চালায় একদল আইএসআইএস (ISIS) জঙ্গী। তারপর গ্রামবাসীদের হিড়হিড় করে ঘর থেকে টেনে বের করে দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে জঙ্গীরা। এর জেরে বেশ কয়েকজনের মৃত্যু‌ হয়। দুজনের শিরচ্ছেদ করার পাশাপাশি প্রচুর মহিলাকে অপহরণও করেছে বলে জানা গিয়েছে। অন্যদিকে জানা গিয়েছে, আরেক দল জঙ্গী হামলা চালিয়েছে ওই প্রদেশেরই মুয়াতিদে গ্রামে। সেখানকার বাসিন্দাদের ঘর থেকে টেনে বের করে, গ্রামের একটি ফুটবল মাঠে নিয়ে গিয়ে জড়ো করা হয়। অনেকে প্রাণ বাঁচাতে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

গ্রামবাসীদের ফুটবল মাঠে নিয়ে গিয়ে একে একে ৫০ জনের‌ও বেশি মানুষের শিরচ্ছেদ করে জঙ্গীরা। তারপর টানা দুদিন ধরে তাঁদের মৃতদেহগুলি ধারালো অস্ত্র দিয়ে টুকরো টুকরো করে গ্রামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এই গ্রাম থেকেও অনেক মহিলাকে অপহরণ করা হয়ছে বলে প্রশাসন সূত্রে খবর। স্থানীয় বাসিন্দারা ভয়ার্ত কন্ঠে জানিয়েছেন, ২০১৭ সালের পর এতবড় হত্যাকাণ্ড ঘটেনি। আসলে বেশ কিছুদিন আগে ওই গ্রামবাসীদের আইএসআইএস জঙ্গীরা তাদের সংগঠনে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল। কিন্তু, কেউ সে প্রস্তাবে রাজি হয়নি। সেই ক্ষোভ থেকেই নির্বিচারে গণহত্যা চালিয়েছে তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এখনও পর্যন্ত মোজাম্বিকে দু’হাজার মানুষের শিরচ্ছেদ করেছে আইএসআইএস জঙ্গীগোষ্ঠী। তাদের দাপটে ঘরছাড়া হয়েছেন চার লক্ষাধিক মানুষ।