তৈরী থেকো

0
722

আমরা যেদিন উঠবো জেগে
তৈরি থেকো, তোমরা সবাই।
বিক্রি হওয়া কলম দিয়ে‚ তোমরা যেন
গল্প ফাঁদতে ভুল কোরো না। সঙ্গে রেখো
কল্পকথা, পোষ্য বুদ্ধিজীবীর লেখা
মিথ্যে ইতিহাসের ধোঁকা তৈরী রেখো‚
আসছে দিনের সেই আমরা
মুছবো সবই‚ তৈরী থেকো।

পারলে সেদিন মিথ্যা-মিথে
হলুদ রঙের সাংবাদিকে‚
ছাপা কাগজ অক্ষরে আর এডিট করা ছবির কেতায়।
তৈরী ছবি দেখিয়ে বোলো‚
দাঙ্গা আগুন তোমরা জ্বালো
মিথ্যে গল্পগাছার ধোঁকা তৈরী রেখো।
আসছে দিনের সেই আমরা
মুছবো সবই‚ তৈরী থেকো।

কিংবা দিনের বদল নামে‚
বিপ্লব না কিসব আনে
সাম্প্রদায়িক বাতাস এসে হঠাৎ করে ধরলো তাকে‚
হয়তো সময় উল্টো পথে
ফিরছিলো ঠিক সাম্যবাদে‚
মিথ্যে প্রোপাগান্ডা ধোঁকা তৈরী রেখো।
আসছে দিনের সেই আমরা
মুছবো সবই‚ তৈরী থেকো।

জেহাদ অত্যাচারের প্রমান
মুছতে থাকো এক এক করে।
গুগল থেকে‚ বইয়ের থেকে
পারলে সবার মনের থেকে
আমাদের বাঁচার লড়াই‚ ভুলিয়ে দিও সমস্তটা।
মিথ্যে সেকুলারির ধোঁকা তৈরী রেখো।
আসছে দিনের সেই আমরা
লিখবো সবই‚ তৈরী থেকো।

(আবুল খায়ের – এর থেকে অনুপ্রাণিত)