রঙমিলান্তি

0
931

 

অনির্বাণ দত্ত

 

গোলাপের রঙ লাল,

আর ‘পাতা’ হ’ল গিয়ে সবুজ;

স্বার্থটা ভালো বুঝি,

তবে অন‍্যবেলায় অবুঝ!

 

কোন্‌ অভিযোগ সত্যি,

আর কোন্‌টাকে বলি মিছে –

ঠিক ক’রে দেবো আমরা, জেনে

কে কত রেট দিছে।

 

কাশ‍্যপ নারীবাদী তো,

নেই দোষের কোনোই জায়গা –

যতই আনো না অভিযোগ,

“বেটা, তুমসে না হো পায়গা!”

 

টুইট্‌ করেছে পান্নু,

আর ফেবুতে লিখেছে হুমা;

এরপরও দোষ খুঁজবে?

তার সাত খুনও যে ক্ষমা!

 

গোলাপের রঙ লাল,

আবার নীলরঙা হয় কালি;

পায়েল ঘোষ তো মিথ্যুক!

আর রিয়া খাঁটি বাঙালি।

 

মাদক এখন নরমাল,

শুধুমুধু জেলে টানা –

যে থালায় খাওয়া সেখানেই

ফুটো করবার বাহানা!

 

বাচ্চা মেয়েটা জেলে –

নেহাতই প্যাট্রিয়ার্কি;

কান্নাতে মন গলেনি!

বাঙালির সাথে ’য়ার্কি?

 

পায়েল অন্য পক্ষের,

সে কেমনে বাঙালি হয়?

বাঙালি হইয়া প্রমাণ করিল

আদপে বাঙালি নয়!

 

গোলাপের রঙ লাল,

আর সফেদ হচ্ছে চিনি;

রবি ঠাকুরের গল্পেও

দেখো নমাজ় পড়ছে মিনি!

 

অনুরাগ বসু ভালো,

তাই সেকুলারিজ়মে কাজ;

বিকৃত হোক্‌ গল্প –

তবু বাঙালি ঘুমোবে আজ।

 

ফেসবুকে ঝড় বন্ধ,

নেই যে ‘পক্ষ’ দাদারা;

রিয়ার জন্য মিছিল

নিয়ে ব‍্যস্ত পার্টিহাঁদারা।

 

বিশ্বভারতী ভাঙলেও

থাকে সুশীল সমাজ চুপ,

এই মুখ-মুখোশের আড়ালে

দেখো বাঙালির রূপ!

 

গোলাপের রঙ লাল,

দেখো আকাশের ঐ নীলাভ;

অ্যাজেণ্ডা যদি মিলে যায়, তবে

একই সুরে গান মিলাবো!

 

 

সূত্র :

১) “Roses are red, violets are blue/ Let’s smash patriarchy, me and you” – গ্রেপ্তার হবার কালে রিয়া চক্রবর্তী-পরিহিত টি-শার্টে লেখা স্লোগানটি এই কবিতার মূল অনুপ্রেরণা।

২) অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘গ্যাংস অফ ওয়াসীপুর’ ছবির ডাকাবুকো চরিত্র রামাধীর সিংহের সংলাপ।

৩) অনুরাগ বসু পরিচালিত নেটফ্লিক্স ওয়েবসিরিজ় ‘স্টোরিজ় বাই রবীন্দ্রনাথ টেগোর’-এর অন্তর্গত ‘কাবুলিওয়ালা’ পর্বে রবি ঠাকুরের মূল ছোটগল্পের বিকৃতি ঘটানোর গুরুতর অভিযোগ উঠেছে।