করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল রাম জন্মভূমি ট্রাস্ট, তৈরি করা হবে অক্সিজেন প্ল্যান্ট

0
862

বঙ্গদেশ ডেস্ক :- দেশ যখন করোনা মহামারীর অতিসঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন ‘শ্রীরাম জন্মভুমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট” দেশে অক্সিজেনের অভাব পূরণ করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল। ট্রাস্টের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে, দশরথ মেডিক্যাল কলেজে দুটি অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হবে। দেশে অক্সিজেনের অভাবের কথা মাথায় রেখেই ট্রাস্ট এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ট্রাস্ট। এই অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করতে মোট ৫৫ লক্ষ টাকা খরচ হবে।

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-র সদস্য ডঃ অনিল মিশ্র জানিয়েছেন যে, এই সময় গোটা দেশ করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গুরুতর সমস্যার সম্মুখীন। আর এই দুঃসময়ে দেশবাসীর পাশে থাকার জন্য রাম মন্দিরের তরফ থেকে জনগণের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে রামলালার অস্থায়ী মন্দিরে ইতিমধ্যে দর্শন আর ভক্তদের পুজো দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশে যেভাবে তড়িৎ গতিতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে একদিকে যেমন হাসপাতালে বেড পাওয়া মুস্কিল হয়ে উঠেছে, তেমনই অন্যদিকে হাসপাতাল গুলোতে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। আর এই অভাব পূরণে সাহায্য করতে এগিয়ে এসেছে টাটা গোষ্ঠী। টাটা তরল অক্সিজেন সরবরাহ করার জন্য ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার্স আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টাটার এই সিদ্ধান্তের ফলে দেশে অক্সিজেনের সমস্যা অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

টাটা গোষ্ঠী নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন, ‘ভারতের মানুষের কাছে প্রধানমন্ত্রীর আবেদন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসম্ভব প্রচেষ্টা চালিয়ে যাব। অক্সিজেন সঙ্কট কম করার জন্য আর স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নতির জন্য এটি একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র।” আরেকটি টুইট করে টাটা কোম্পানি পোস্ট করেছেন, টাটা গোষ্ঠী তরল অক্সিজেনের সরবরাহের জন্য ইতিমধ্যে ২৪টি ক্রায়োজেনিক কন্টেনার আমদানি করছে।

মঙ্গলবার টাটা কোম্পানি একটি ট্যুইটে লিখেছেন, অক্সিজেনের অভাব মেটাতে আর ভারতের স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করার জন্য পূর্ণ প্রয়াস করছি আমরা। এর আগেই টাটা স্টিল ঘোষণা করেছিল যে, তারা রাজ্য সরকার আর হাসপাতাল গুলোকে প্রতিদিন ২০০-৩০০ টন তরল মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করবে।