গণধর্ষণের পর লজ্জায় বিষপান দুই বোনের

0
1577

জলপাইগুড়ি: দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী পাঁচ যুবকের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জে। দুই নাবালিকাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। তারমধ্যে একজনের মৃত্যু হয়েছে। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজগঞ্জ থানার পুলিশ। বাকি দুই অভিযুক্ত এখনো পলাতক।

পরিবার সুত্রে জানা গেছে গত শুক্রবার রাজগঞ্জের নবগ্রাম এলাকার এক ক্ষুদ্র চা বাগানের কর্মীর দুই মেয়ে তাদের কাকার বাড়ি বেড়াতে গিয়েছিল। বিকেলের পর বাড়ি ফেরার পথে তাদের রাস্তা আটকায় পাশের গ্রামের কিছু যুবক। এরপর তাদের ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কোনওমতে সেখান থেকে পালিয়ে তারা বাড়ি ফেরে। এরপর সামাজিক লজ্জায় রবিবার রাতে দুই বোন একসঙ্গে কীটনাশক খায়।

মেঝেতে পড়ে তাদের কাতরাতে দেখে পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে দুই বোনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সোমবার রাতে মারা যান ১৬ বছরের এক কিশোরী। তার বোনের চিকিৎসা চলছে।

এই ঘটনা জানাজানি হতেই তীব্র উত্তেজনা ছড়ায় রাজগঞ্জের সন্নাসীকাটা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে।খবর পেয়ে সিআই দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থলে পৌঁছান অ্যাডিশনাল এসপি সন্দীপ মণ্ডল এবং ডিএসপি প্রদীপ সরকার। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি দু’জন পলাতক। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তদের ধরতে তল্লাশি চলছে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার নির্যাতিতা দুই কিশোরীর বাড়ি যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেন তিনি। অভিযুক্তদের পুলিশ গ্রেফতার করবে বলে আশ্বাস দেন।