মারছে কারা?

0
763

– কল্যাণ গৌতম

 

আতঙ্কটা ছড়িয়ে কৃষে
ভোটে জেতার নেশা
বিল-বিরোধী সাপের বিষে
দালালীটাই পেশা।

মায়াকান্না যেসব দলের
কৃষক-দরদ ভাব
চাষের দাম দেয়নি ফলের
এটাই যে স্বভাব!

 

বাঁচাও যদি গরীব চাষী
বাজার খুলে দিয়ে
চ্যাঁচাও ওরে গুপ্তবাসী
থামলো যেন বিয়ে!

গরীব গরীব গরীব করে
রাখবো বেঁধে পায়
কৃষিবিলের আইন জোরে
ওদের নৌকা ধায়।

কোথায় আছিস কোথায় যে বিষ
ডুবাস চাষীর না
সাঁতার দিয়েও বাঁচবি না রে
ঝোলাস ওদের গা।

বলবে ওরা মরেছে গলে
কাপাস চাদর ঝুলে
আমরা সদাই কৃষক দলে
খবর দিও ঘুলে।

সত্য আসল হয় যে মিছে
হাজার মিথ্যে বুলি
সবাই ভাবে রুপোর বিছে
দিচ্ছে আমায় তুলি।

কৃষক-বাঁচার চাও যদি মন
সারা জীবন যারা
তোমায় দিলে পেটের সে ধন
বইয়ে ঘামের তাড়া।

ওদের হয়ে একটি তালি
না হয় দিলে আজ
ফড়ের গুড়ে পড়ল বালি
একেই বলো বাজ?

 

ছবি: শীর্ষ আচার্য