কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয় বঙ্গতনয়া ঐশ্বর্যর

0
306

বঙ্গদেশ ডেস্ক::কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে (Commonwealth Karate Championship) ব্রোঞ্জ জয়ী হাওড়ার (Howrah) ঐশ্বর্য মান্না। ইংল্যান্ডের (England) বার্মিংহামে (Birmingham) আয়োজিত এই প্রতিযোগিতায় পদক জয় লাভ করেছেন ঐশ্বর্য। আগামী দিনে সোনা জয়ের লক্ষ্যেই অগ্রসর হবেন বলে জানিয়েছেন তিনি৷ কমনওয়েলথে সোনা না পাওয়ার আপেক্ষকে সঙ্গী করে ইতিমধ্যে জাকার্তায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে গোল্ড মেডেল পাওয়ার জন্য প্রস্তুতিও শুরু করেছেন তিনি৷শনিবার ডুমুরজলা কলাবাগান লেনের বাড়িতে ফিরেছেন তিনি। স্বভাবতই পরিবারের সদস্যরা ভীষণ খুশি। তবে সোনা না জেতার জন্য নিজের অনুশীলনকেই দায়ী করেছেন তিনি৷

ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ক্যারাটে প্রশিক্ষণ শুরু করেন ঐশ্বর্য৷ রাজ্য ও জাতীয় স্তরের প্রতিযোগিতায় দু’টি স্বর্ণপদক রয়েছে তাঁর ঝুলিতে। কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে (Commonwealth Karate Championship) ব্রোঞ্জ জয়ী ঐশ্বর্য মান্না বলেছেন, আমি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছি কমনওয়েলথ ক্যারাটে প্রতিযোগিতায়৷ সেইজন্য আমি ইল্যান্ডের বার্মিংহামে গিয়েছিলাম৷ সেখানে ৭ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে৷ আমাদের প্রতিযোগিতা ছিল ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত৷ আন্ডার ২১ এ ব্রোঞ্জ নিয়ে আসতে পেরেছি দেশের জন্য৷ তবে সিনিয়দের প্রতিযোগিতায় পঞ্চম স্থান দখল করেছি।

সোনা না জেতা প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রশিক্ষণ এবং প্র্যাকটিসে নিশ্চিতভাবেই খামতি ছিল৷সেমিফাইলে যাঁর কাছে হেরেছি, তিনি ইংল্যান্ডের প্রতিযোগী ছিলেন এবং ভীষণ ভালো একজন খেলোয়াড়৷ তিনি ইতিমধ্যেই বিশ্ব ক্যারাটে প্রতিযোগিতায় সোনা জিতেছেন৷ ওঁর সঙ্গে খেলায় আমি মাত্র এক পয়েন্টে হেরে গিয়েছি।