২৫ সেপ্টেম্বর ফের সম্পূর্ণ লকডাউন, সত্যিটা আসলে কী?

0
529

বঙ্গদেশ ডেস্ক: আগামী ২৫ সেপ্টেম্বর মধ্যরাত থেকে দেশজুড়ে ফের সম্পূর্ণ লকডাউন৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ নাকি এমনই নির্দেশ দিয়েছে৷ সম্প্রতি ট্যুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে এমনই একটি নোটিস ঘোরাফেরা করছিল৷

যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে৷ অনেকে আতঙ্কিত হয়েও পড়েন৷ কারণ, যে নোটিসটি ছড়িয়েছিল, তাতে লেখা ছিল যে করোনার প্রকোপ দেশে বেড়ে যাওয়ার কারণে আবার লকডাউনের পথে হাঁটতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ আর এবার তা চলবে টানা ৪৬ দিন৷ মানে প্রায় দেড় মাস৷

কিন্তু পুরোটাই ভুয়ো৷ প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে ট্যুইট করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে যে জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ এই ধরনের কোনওরকম নির্দেশ দেয়নি৷

প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যায়৷ মার্চ মাসের মাঝামাঝি থেকে ভারতেও করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতে শুরু করে৷ মার্চ মাসের শেষে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

তার পর বেশ কয়েক দফায় দেশজুড়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেয়েছে৷ প্রতিবার হয় প্রধানমন্ত্রী নিজে ঘোষণা করেছেন অথবা স্বরাষ্ট্রমন্ত্রক থেকে বিবৃতি দিয়ে লকডাউনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু কখনও তা জাতীয় বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ ঘোষণা করেনি৷

তাছাড়া জুন মাসের শুরু থেকেই দেশে আনলক পর্ব শুরু হয়েছে৷ সেই পর্বে একটু একটু করে বিভিন্ন পরিষেবা শুরু হচ্ছে৷ ক্রমশ স্বাভাবিক হচ্ছে দেশ৷ তাছাড়া করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠার হারও ক্রমশ উর্ধ্বমুখী৷ ফলে এমন একটি পরিস্থিতিতে নতুন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণা হবে না বলেই মত বিশেষজ্ঞদের৷