ফতোয়া জারি করা আমানতুল্লাহ খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের কপিল মিশ্রর

0
787

বঙ্গদেশ ডেস্ক:-দাসনা মন্দিরের প্রধান পুরোহিত যতি নরসিংহানন্দ সরস্বতী মহারাজের গলা কেটে খুনের হুমকি দিয়েছেন আপ বিধায়ক আমানতুল্লাহ খান। এই বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি গাজিয়াবাদের শাহীবাবাদ থানার স্টেশন অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এর পাশাপাশি সেই অভিযোগের প্রতিলিপি তিনি মেইল করেছেন।

অভিযোগপত্রে কপিল মিশ্র লিখেছেন, আমানতুল্লাহ খানের বিদ্বেষপূর্ণ কথার জেরে দেশে অশান্তি সৃষ্টি হতে পারে। তিনি আরও বলেছেন, এই বক্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। কপিল মিশ্র আশঙ্কা করে বলেছেন, আমানতুল্লাহ খানের বক্তব্যে হিন্দু বিরোধী মনোভাব স্পষ্ট। শুধু তাই নয়, হিন্দু সাধু সম্প্রদায়ের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ স্পষ্ট।

কপিল মিশ্র ভারতীয় দণ্ডবিধির ১১৫,১৫৩এ, ১৫৩ বি, ২৯৫,২৯৫এ সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছেন। তিনি অনুরোধ করেছেন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও দাঙ্গার ঘটনা এড়ানোর জন্য তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।

প্রসঙ্গত উল্লেখ্য, নবী মোহাম্মদের সমালোচনা করার জন্য যতি নরসিংহানন্দ সরস্বতী মহারাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিরোশ্ছেদ করার ডাক দেন আম আদমি পার্টির বিধায়ক আমানতুল্লাহ খান। পরে তিনি দিল্লি পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ একাধিক ধারায় মামলা দায়ের করেন মহারাজের বিরুদ্ধে কিন্তু অপরদিকে খুনের হুমকি দেয়া আপ বিধায়কের বিরুদ্ধে এফআইআর করা হয়নি দিল্লি পুলিশের তরফ থেকে।