দুয়ারে দুয়ারে সরকার

0
847

চায়ের কাপ হাতে নিয়ে
পড়ছি খবর মনটি দিয়ে,
হঠাৎ বাইরে কন্ঠ কার?
দুয়ারে দেখি সরকার।
এতোদিন কোথায় ছিলেন?
আমরা নাকি শুধুই villain
এক দশকে খুব তো দিলেন,
নবান্নতে বন্ধ দ্বার।
এবার আমায় বুঝি দরকার?
ভোট এসেছে, বুঝতে পারি
তাইতো দিদির মুখটি হাঁড়ি
পয়সা গেলায় পাততাড়ি
রক্তবীজের মরবে ঝাড়।
কোথায় ছিলো সরকার
যখন রাজ্য হলো ছারখার?
এখন নাকি যখন তখন
দিদির সুর নরম মাখন,
তৃণমূলের আসছে পতন
তাইতো এতো আদর যতন,
দুয়ারে এসে আবদার।
ভোট যার, মুলুক তার।
তাই দুয়ারে এলো সরকার।