সংবাদমাধ্যমের খবর ভুল, অসমের চাষীদের সেচের জল বন্ধ করা হয়নি জানাল ভুটান

0
599

বঙ্গদেশ ডেস্ক: বেশ কিছুদিন ধরে অসমের বাকসা জেলার কয়েকটি গ্রামে সেচের জল আসা বন্ধ হয়ে গিয়েছিল৷ খালের মাধ্যমে ভুটানের কালানদীর জল আসত এই জেলায়৷ আজ থেকে নয়, সেই ১৯৫৩ সাল থেকে অসমের দিকে জল পাঠিয়ে চলেছে ভুটান৷ কিন্তু ৬৭ বছর পর হঠাৎ ছন্দপতন দেখে অনেকেই সন্দেহ করেছিলেন নেপালের পর এবার বোধহয় ভুটানও ভারতবিরোধিতার রাস্তায় হাঁটল। ভারতীয় সংবাদমাধ্যম এ নিয়ে খবরও প্রকাশিত হয়েছিল।

ভুটান বিদেশ মন্ত্রকের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বলা হয়েছে, ‘এই ধরণের খবর উদ্দেশ্যপ্রণোদিত। ভুটানের সঙ্গে অসমের মানুষের সম্পর্ক খারাপ করার প্রচেষ্টা। যে চ্যানেলগুলির মাধ্যমে কালানদী থেকে অসমের বাকসা জেলায় জল যায় সেগুলি পরিষ্কার করেন অসমের লোকরাই৷ কোভিডের জন্য অসমের চাষীদের ভুটানে প্রবেশ বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই চ্যানেলগুলি আটকে গেছে। আমরা দ্রুত এই চ্যালেনগুলি পরিষ্কার করার ব্যবস্থা নিচ্ছি। সমদ্রুপ জংখার জেলার সরকারি অফিসার এবং সাধারণ মানুষ হাত লাগিয়েছেন যাতে এই চ্যালেনগুলি পরিষ্কার হয় এবং অসমের চাষীরা জল পান।’ সঙ্গে একটি ছবিও পোস্ট করা হয়েছে অসমের বিদেশমন্ত্রকের তরফে। যেখানে দেখা যাচ্ছে ভুটানের লোকেরা চ্যানেল পরিষ্কারের কাজ করছেন।’

প্রসঙ্গত এই জলের উপরেই বেঁচে রয়েছে অসমের ২৬টি গ্রাম৷ চাষ থেকে ঘরের নিত্যপ্রয়োজনীয় কাজ-সবই হয় ওই কালানদীর জলে৷ কাজেই জল না পেয়ে এখন চরম বিপদে পড়েছিলেন প্রায় ৬০০০ মানুষ৷ নিরুপায় হয়ে এখন রাস্তায় নেমে প্রতিবাদও করছিলেন গ্রামবাসীরা